RG Kar-এর নির্যাতিতার পরিবার নবান্ন অভিযানে যোগ দিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল। রাস্তায় একাধিক জায়গায় আটকে দেওয়া-সহ তাঁকে মারা ও শাঁখা পলা ভেঙে দেওয়ার অভিযোগ তুললেন নির্যাতিতার মা।

RG Kar-এর নির্যাতিতার পরিবার নবান্ন অভিযানে যোগ দিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল। রাস্তায় একাধিক জায়গায় আটকে দেওয়া-সহ তাঁকে মারা ও শাঁখা পলা ভেঙে দেওয়ার অভিযোগ তুললেন নির্যাতিতার মা। ঘটনার এক বছর পরেও RG Kar-এর নির্যাতিতা বিচার পায়নি বলেও সরব হয়েছে নির্যাতিতার পরিবার। সেই কারণে পরিবারের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পরিবার। তাতে পতাকা বিহীন অবস্থায় সামিল হয়েছেন বিরোধী দলনেতা । তাঁকের পুলিশ আটকে দিয়েছে বলে অভিযোগ। বিরোধী দলনেতা জানিয়েছেন প্রথমে মেয়েকে মেরেছে। এখন মাকে মারে মারার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। RG Kar অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে রাজপথে।

নির্যাতিতার মায়ের বয়ানঃ

নবান্ন অভিযানে সামিল হয়ে নির্যাতিতার মা জানিয়েছেন, বাড়ি থেকে কলকাতার পথে একাধিকবার পুলিশ তাদের আটকে দিয়েছে। পুলিশ প্রথমে তাদের গাড়ির নম্বর নেয়। তারপর একাধিক জায়গায় তাদের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে। ডোরিনা ক্রসিং থেকে নবান্নের দিকে মিছিল শুরু করেন নির্যাতিতার পরিবার। তিনি বলেন, রাস্তায় পুলিশ মেরেছে। তিনি বলেছেন, ৪-৫ জন পুলিশ মেরেছে তাঁকে। তাঁর হাতের শাঁখা ভেঙে দিয়েছে। তিনি বলেছেন, তিনি নিরস্ত্র। তাই মমতা তাঁকে কেন নবান্ন যেতে দিতে সমস্যা কোথায়। তিনি শুধু মেয়েরর হত্যার বিচার চান।

শুভেন্দু অধিকারী রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান। শুভেন্দু অভিযানে সামিল হলেও তিনি জানিয়েছেন তিনি এই অভিযান নিয়ে কোনও নির্দেশ দেবেন না। এই অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা ও মা। তাঁরাই এই অভিযান সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত নেবেন। অভিযান তুলে নেওয়ারও ডাক দেবেন তাঁরা। নির্যাতিতার পরিবার কিছু না বলা পর্যন্ত অভিযান চলবে। শুভেন্দু জানিয়েছেন পুলিশ বিজেপির নেতা কর্মীদেরও মেরেছে। বিধায়কদেরও মারধর করা হয়েছে। তাঁর অভিযোগ শতাধিক মানুষ জখম হয়েছে পুলিশের লাঠি চার্জে। অ্যাপোলো হাসপাতে চিকিৎসা চলছে। শুভেন্দু বলেছেন, 'মমতা ধ্বংস হবে। পুতনা রাক্ষসী। গণতন্ত্র নেই। লেডি কিম হলেন মমতা। ' তিনি বলেন, মমতার পুলিশ মেয়েছে মেরেছে এবার বাবা মাকে মারতে চায়।