কাল থেকে টানা ছুটি! ছুটি স্কুল-সরকারি অফিস! নবান্নের বিরাট ঘোষণা! কবে খুলবে?

Published : Oct 19, 2025, 01:07 PM IST

বাংলার সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নের। কালীপুজো উপলক্ষ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার অর্থাৎ আগামীকাল থেকে টানা ছুটি পাবেন বাংলার সরকারি কর্মীরা। কবে খুলবে অফিস, স্কুল?

PREV
16

দীর্ঘদিন ধরে ডিএ মামলার রায় নিয়ে সরকারি কর্মীরা অপেক্ষায় ছিলেন। সুপ্রিম কোর্টে শুনানি শেষ হলেও রায় ঘোষণার জন্য নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য সরকারি কর্মীদের জন্য এসেছে এক নতুন সুখবর।

26

অক্টোবরে ছুটিই ছুটি! বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোয় মিলেছে টানা ছুটি। এবার অপেক্ষা শেষ কালীপুজোর। সোমবার থেকে আলোর উৎসবের ঘনঘটা রাজ্য জুড়ে! পর পর ছুটিই ছুটি রাজ্যের সরকারি কর্মচারীদের।

36

সরকারি কর্মীদের জন্য একটানা ছুটির ঘোষণা নবান্নের। সোমবার থেকে শুরু হচ্ছে সেই ছুটি পর্ব। কবে কবে ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা, দেখে নিন।

46

আগামী ২০ অক্টোবর সোমবার কালীপুজোর ছুটি। ২১ অক্টোবর মঙ্গলবার ও ২২ অক্টোবর বুধবারেও কালীপুজোর জন্য অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য।

56

আগামী ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভ্রাতৃদ্বিতীয়ার ছুটি। ঠিক তার পরের দিন অর্থাৎ শুক্রবার ভ্রাতৃদ্বিতীয়ার অতিরিক্ত ছুটি। এরপর আগামী ২৭ অক্টোবর সোমবার ছট পুজোর ছুটি দিয়েছে রাজ্য সরকার। পরের দিন অর্থাৎ ২৮ অক্টোবর ছট পুজোর জন্য অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে।

66

এছাড়াও শনি ও রবিবার সাপ্তাহিক ছুটির দিন তো রয়েছে। সব মিলিয়ে অক্টোবর মাস পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ছুটির মাস। হাতেগোনা মাত্র কয়েকদিন অফিসে যেতে হবে। বাকি সময়টায় আরামই আরাম!

Read more Photos on
click me!

Recommended Stories