Amit Shah On SIR Issues: বাংলায় এসআইআর হবেই। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন মোদীর ডেপুটি অমিত শাহ।
কালীপুজোর পরই এসআইআর বা নিবিড় ভোটার তালিকা সমীক্ষার বিরুদ্ধে পথে নামছে তৃণমূল কংগ্রেস। জেলায়-জেলায় মিছিলের ডাক দিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে ফের রাজ্য সরকারকে SIR-নিয়ে সতর্ক বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
25
অমিত শাহের সাফ বার্তা
জানা গিয়েছে, এই বিষয়ে বলতে গিয়ে অতি সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলায় এসআইআর হবে কীনা তা নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে সাফ বার্তা দেন অমিত শাহ। তিনি বলেন, ‘’বাংলায় সরকার বদলে গেলে, অনুপ্রবেশও বন্ধ করে দেবে বিজেপি।'' এখানেই শেষ নয়। এসআইআর ইস্যুতে তৃণমূলের এই লম্ফঝম্প নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ছুঁড়েছেন অমিত শাহ।
35
একযোগে বিরোধীদের আক্রমণ
শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা ছাড়াও এসআইআর বিরোধী রাজনৈতিক দলগুলোকে একযোগে আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডেপুটি অমিত শাহ। তিনি আরও বলেন, ‘’বাংলার ভোটারদের বলছি, আপনারা সরকার বদল করে দিন। তারপর বাংলায় অনুপ্রবেশ বন্ধ করে দেবে বিজেপি।'' এদিকে নভেম্বরেই বিহারে বিধানসভা ভোট। আর ভোটের আগে বিহারে এসআইআর নিয়ে কম জলঘোলা হয়নি। এবার বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে 'এসআইআর' নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
কালীপুজো মিটলেই SIR-বিরোধী আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, ২ নভেম্বর কলকাতায় SIR-বিরোধী মিছিলের আয়োজন করা হচ্ছে। শোনা যাচ্ছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিছিলে নেতৃত্ব দেবেন। তৃণমূলের দাবি, SIR-এর আড়ালে NRC করা যাবে না। বৈধ ভোটারদের কিছুতেই তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। SIR- কতটা ক্ষতিকারক দিক সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাইছে তৃণমূল। সূত্রের খবর, ব্লকে ব্লকে সেই খবর পৌঁছে দেওয়ার জন্য দলের নেতা - কর্মীদের নিদান দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা। এক কথায়, পুজোর মরশুম কাটলেই SIR ইস্যুতে পুরোদমে ময়দানে নামছে তৃণমূল সরকার।
55
মমতার হুঁশিয়ারি নিয়ে পাল্টা তোপ
এদিকে বাংলায় যে তৃণমূল সরকার কোনও ভাবেই এসআইআর কার্যকর হতে দেবে না পাহাড় থেকে সমতল প্রশাসনিক কিংবা রাজনৈতিক বৈঠকে বারবারই এক কথা বলে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই ইস্যুতেও পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।