- Home
- West Bengal
- West Bengal News
- BANK HOLIDAY: পুজোয় সময় ঠিক কতদিন বন্ধ থাকবে এই রাজ্যের ব্য়াঙ্ক? রইল ছুটির তালিকা
BANK HOLIDAY: পুজোয় সময় ঠিক কতদিন বন্ধ থাকবে এই রাজ্যের ব্য়াঙ্ক? রইল ছুটির তালিকা
পুজোর সময় ব্যাঙ্ক বন্ধ থাকে। ব্যাঙ্ক বন্ধের কারণে পুজোর সময় যাতে ঝঞ্ঝাটে পড়তে না হয় তাই আগে থেকেই জেনে রাখুন পুজোর মাসে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

পুজোর সময় ব্যাঙ্কের ছুটি
হাতে আর মাত্র কয়েক দিন। তারপরই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই সময় বন্ধ থাকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। স্কুল কলেজও সেই সময় ছুটি থাকে। কিন্তু ব্যাঙ্ক বন্ধের কারণে পুজোর সময় যাতে ঝঞ্ঝাটে পড়তে না হয় তাই আগে থেকেই জেনে রাখুন পুজোর মাসে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৬ দিন ব্যাঙ্ক বন্ধ
RBI-এর তালিকা মত এবার অন্যান্য মাসের তুলনায় ব্যাঙ্কে অনেকটাই বেশি ছুটি থাকবে। অন্যান্য মাসে শনি ও রবিবার মিলিয়ে ৬ দিন বন্ধ থাকে ব্য়াঙ্ক। কারণ মাসের প্রত্যেকটি রবিবার ও দুটি শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক। তবে এবার ছুটির দিনের সংখ্যা বেশি হবে।
দুর্গাপুজোর ছুটি
পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর জন্য অতিরিক্ত ছুটি থাকবে। ২৭ সেপ্টেম্বর থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুর্গা পুজো। এরমধ্যে ছুটি থাকবে ২৯ ও ৩০ সেপ্টেম্বর। পরের মাসে ১ ও ২ অক্টোবর দুই দিন ছুটি থাকবে। তবে তার আগে ২৭ ও ২৮ সেপ্টেম্বর শনিবার ও রবিবার পড়ায় ছুটি থাকবে।
পঞ্চমী-দশমী ছুটি
পশ্চিমবঙ্গের সরকারি ব্যাঙ্কগুলি পঞ্চমী থেকে দশমী পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে। আর সেপ্টেম্বরের ইউক-অফ মিলিয়ে ৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
ব্যাঙ্ক বন্ধ থাকলেও খোলা থকবে...
আরবিআই-এর নিয়ম অনুযায়ী পুজোর সময় ব্যাঙ্ক বন্ধ থাকলেও খোলা থাকবে সমস্ত এটিএম গুলি। সেখান থেকে টাকা তুলতে পারবেন। কিন্তু বাকি ব্যাঙ্কের কাজ আর ফেলে রাখবেন না। পুজোর আগেই মিটিয়ে নিন। এখন প্রায় প্রত্যেকটি ব্যাঙ্কের অ্য়াপ রয়েছে। সেগুলিও পুজোর সময় চালু থাকবে।

