স্বাস্থ্যসাথীর মতোই দারুণ প্রকল্প! এবার হাসপাতালে ভর্তি হলে টাকা দেবে রাজ্য? ঘোষণা মমতার!

Published : May 25, 2025, 02:35 PM IST

নবান্নের দারুণ ঘোষণা! সাধারণত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অবস্থিত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হয় একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা। এবার এর মাধ্যমে এক বিশেষ স্বাস্থ্য প্রকল্প চালু হল। মিলবে টাকা!

PREV
115

পশ্চিমবঙ্গ সরকার একের পর এক নানা সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে আসছে সাধারণ মানুষের কাছে।

215

আর সেই পরিষেবা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকারের আয়োজন করা হয়েছে।

315

দুয়ারে সরকার ক্যাম্পে এই সুবিধার কথা জানা গিয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে সাধারণত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অবস্থিত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হয় একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা।

415

এখনও পর্যন্ত রাজ্যে এমন অনেক গ্রাম রয়েছে, যেখানে সরকারের পক্ষ থেকে চালু হওয়া প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছতে পারেনি।

515

সেই সমস্ত গ্রামের মানুষকে রাজ্য সরকারের প্রকল্প সম্পর্কে অবগত করার জন্যই মূলত দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হয়।

615

কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার-সহ রাজ্য সরকারের ৩৩টি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এই শিবিরগুলিতে আবেদন করতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।

715

তবে দুয়ারে সরকার শিবিরগুলিতে বর্তমানে যে প্রকল্পের সুবিধা নিতে সবচেয়ে বেশি মানুষ আবেদন করছেন তা হল ‘বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা’ প্রকল্প।

815

আসলে ‘বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা’ প্রকল্প নিম্ন মধ্যবিত্তদের কাছে স্বাস্থ্য সংক্রান্ত এক অত্যন্ত প্রয়োজনীয় প্রকল্প।

915

এই প্রকল্পের মাধ্যমে অসংগঠিত শ্রমিকদের ২ লক্ষ টাকা জীবন বীমা প্রদান করার পাশাপাশি আর্থিক নিরাপত্তা ও প্রদান করে থাকে।

1015

সূত্রের খবর, ‘বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা’ র জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬০ বছর হতে হবে। সকলেই অর্থাৎ পুরুষ, মহিলা অসংগঠিত যে কোনও স্তরের শ্রমিক এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্তকরণ করতে পারে।

1115

এছাড়াও দুর্ঘটনা জনিত কারণে আবেদনকারীর যদি ৬০ বছরের মধ্যে মৃত্যু হয় তাহলে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে আবেদনকারীকে।

1215

তবে যদি অসুস্থতার কারণে মৃত্যু হয় তাহলে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। আর এর সঙ্গেই সংযুক্ত হয়েছে “লস অফ এমপ্লয়মেন্ট” নামের আর্থিক নিরাপত্তা।

1315

জানা গিয়েছে “লস অফ এমপ্লয়মেন্ট” নামক আর্থিক নিরাপত্তার মাধ্যমে যদি কোনও নির্মাণ কর্মী হাসপাতালে ভর্তি হয় তাহলে তাঁকে প্রথম পাঁচ দিন ভর্তির জন্য ৫০০ টাকা দেওয়া হবে।

1415

তারপর প্রতিদিন ২০০ টাকা করে এক বছরে সর্বোচ্চ ২০ হাজার টাকা তাঁকে প্রদান করবে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে।

1515

আর এই টাকা মিলবে একমাত্র হাসপাতাল বা নার্সিংহোম থেকে ছাড়া পাবার পর ডিসচার্জ সার্টিফিকেট এর মাধ্যমে।

Read more Photos on
click me!

Recommended Stories