Weather News: ২-১ দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা! নিম্নচাপের হাত ধরেই রাজ্যে হাওয়া বদল হতে পারে

Published : May 25, 2025, 12:28 PM IST

Monsoon in Bengal: হাওয়া অফিস জানিয়েছে আগামী ২৮ থেকে ৩০ মে পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ৩৫-৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আর সেই কারণেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছএ। 

PREV
115
আবহাওয়া বদল

কেরলে নির্ধারিত সময়ের আগেই এসেছে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরেই কি এই রাজ্যে হাওয়া বদল হচ্ছে? তা কোনও উত্তর দেয়নি হাওয়া অফিস। তবে নিম্নচাপের কারণে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

215
সপ্তাহভর ঝড়বৃষ্টি

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সেই কারণেই উত্তাল হতে পারে সমুদ্র।

315
বঙ্গোপসাগরে নিম্নচাপ

বঙ্গোপসাগরে একটি একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে সেটি।

415
বুধবার থেকে উত্তাল সমুদ্র

বুধবার থেকে উত্তাল হতে পারে সমুদ্র। তাই বুধবারের পর থেকে টানা তিন দিন সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

515
উত্তাল হবে

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী এলকায় সমুদ্র উত্তাল হতে পারে। প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

615
হাওয়া অফিসের সতর্কতা

হাওয়া অফিস জানিয়েছে আগামী ২৮ থেকে ৩০ মে পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ৩৫-৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আর সেই কারণেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।

715
বৃষ্টি কবে কোথায়

রবিবার থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

815
সোমবার বৃষ্টি

সোমবার এই সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। মঙ্গলবার ঝড়বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও।

915
বুধবার বৃষ্টি

বুধবার থেকে দক্ষিণবঙ্গে হতে পারে ভারী বর্ষণ।দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।

1015
বৃহস্পতি থেকে শনিবার বৃষ্টি

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে।

1115
উত্তরবঙ্গে বৃষ্টি

কোচবিহার, মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পরে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

1215
রাজ্যে বৃষ্টি

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে এবার আগাম বর্ষার সম্ভাবনা প্রবল। কেরলে বর্ষা এসেছে। অনুকূল পরিস্থিতি থাকলে দুই থেকে এক দিনের মধ্যেই রাজ্যে বর্ষা আসতে পরে।

1315
কবে বর্ষা

হাওয়া অফিস এখনও সঠিক দিন বলতে পারেনি বর্ষার। নিম্নচাপের ওপর বর্ষার আগমণ অনেকটাই নির্ভর করছে। দক্ষিণবঙ্গের বর্ষা নির্ভর করছে নিম্নচাপের ওপর।

1415
আজ কলকাতার আবহাওয়া

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

1515
বৃষ্টি হলেও স্বস্তি নেই

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হলেও স্বস্তি নেই। কারণ বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকায় অস্বস্তি রয়ে যাচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories