Amit Shah: অমিত শাহের 'চাণক্যনীতি'তে কাটবে বঙ্গ বিজেপির সভাপতি জট? ১ জুন রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

Published : May 25, 2025, 02:30 PM IST

Amit Shah Bengal Visit:আগামী বছর বিধানসভা নির্বাচন। সেটাই বিজেপির পাখির চোখ। বিশেষ করে দিল্লির নেতার এখন থেকেই রাজ্যের নেতাদের তৈরি হতে নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে মোদীর পরে অমিত শাহের সফরেই কাটতে পারে সভাপতি জট। 

PREV
111
জুনে বঙ্গ সফরে অমিত শাহ

পয়লা জুন বঙ্গ সফরে আসছেন বিজেপি নেতা কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

211
কর্মসূচি

সরকারি কর্মসূচিতেই তিনি বঙ্গ সফরে আসছেন। কিন্তু বিজেপি সূত্রের খবর তিনি দলের নেতা আর বিধায়কদের সঙ্গে দেখা করবেন।

311
বিজেপির পাখির চোখ

আগামী বছর বিধানসভা নির্বাচন। সেটাই বিজেপির পাখির চোখ। বিশেষ করে দিল্লির নেতার এখন থেকেই রাজ্যের নেতাদের তৈরি হতে নির্দেশ দিয়েছে।

411
লড়াই কার নেতৃত্বে?

কথা হচ্ছে বিজেপি আগামী বছর ভোটে কার নেতৃত্বে লড়াই করবে? কারণ রাজ্যে এখনও সভাপতি নির্বাচন হয়নি। সুকান্ত মজুমদারের মেয়াদ শেষ।

511
বঙ্গ বিজেপির স্থায়ী সভাপতি নির্বাচন

বঙ্গ বিজেপির স্থায়ী সভাপিতি নির্বাচন হয়নি। তাই কার নেতৃত্বে গেরুয়া শিবির মমত বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে লড়াই করবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

611
অমিত শাহ আসরে

এই পরিস্থিতিতেই রাজ্যে আসথেন অমিত শাহ। যদিও বিজেপির কোনও ঘোষিত কর্মসূচি নেই। তবে দলের নেতা ও বিধায়কদের সঙ্গে তিনি কথা বলবেন। তাতেই জল্পনা উস্কে দিচ্ছে সভাপতি নির্বাচনের।

711
মোদীর সফর

অমিত শাহের আগেই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। কিন্তু তিনি রাজ্যের সংগঠন নিয়ে কোনও দিনই বঙ্গে এসে তেমনভাবে দলের নেতাদের সঙ্গে কথা বলেননি। অমিত শাহই এই দায়িত্ব পালন করেছেন।

811
অমিত শাহ

বঙ্গের সংগঠন নিয়ে প্রথম থেকেই সক্রিয় অমিত শাহ। তিনি যেমন দলের নেতাদের দিল্লিতে ডেকে পাঠান তেমনই রাজ্যে এলেও দলের নেতাদের সঙ্গে সংগঠন নিয়ে কথা বলেন।

911
তাই জল্পনা বাড়ছে

আর এই সেই কারণেই অমিত শাহের বঙ্গে সফর নিয়ে জল্পনা ক্রমশই বাড়ছে। অনেকেই মনে করছেন অমিত শাহই রাজ্যের সভাপতি জট কাটিয়ে দেবেন

1011
সুকান্তই কি সভাপতি

বিজেপির অন্দরে গুঞ্জন সুকান্ত মজুমদারই কি বিজেপির সভাপতি থাকবেন না, নতুন কোনও সভাপতি নির্বাচন করা হবে। বঙ্গ বিজেপিতে বর্তমানে একাধিক লবি রয়েছে বলেও বিজেপির অন্দরে গুঞ্জন। আর সেই কারণেই দলে স্থিতাবস্থা রাখতে কী করেন দিল্লির নেতারা সেটাই এখন দেখার।

1111
বিজেপির রাজ্য সভাপতি

বিজেপি এখনও দেশের ২৩টি রজ্যে সভাপতির নাম ঘোষণা করতে পরেনি। পাশপাশি সর্বভারতীয় ক্ষেত্রেও জটিলতা রয়েছে। এই রাজ্য যে হেতু বিধানসভা নির্বাচন সামনে, তাই কর্মীদের আশা অমিত শাহের সফর রাজ্য বিজেপির সভাপতির সঙ্কটে দিশা দেখাবে।

Read more Photos on
click me!

Recommended Stories