
পুজো মানেই নতুন শাড়ি, নতুন জামাকাপড়। কিন্তু এবার নতুন শাড়ি না পাওয়ায় স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যার চেষ্টা করে এক গৃহবধূ। মহালয়ার দিনে এই ঘটনা ঘটে নদিয়ার কৃষ্ণনগরের ভীমপুর থানার কুলগাড়ি গ্রামে।
স্বামীর সঙ্গে পুজোর কেনাকাটা নিয়ে আগে থেকেই পরিকল্পনা করেছিল স্ত্রী। কথা ছিল এবার পুজোয় স্ত্রীকে একটি নতুন শাড়ি কিনে দেবেন স্বামী। পুজোর বাজার করার পরিকল্পনাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। আর্থিক সমস্যা থাকায় এখনও পুজোর বাজার করতে পারেননি স্বামী। তাতেই স্বামীর ওপর অভিমান করে বাড়িতে রাখা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রীর নাম বনি। বনির পরিবার জানিয়েছে মহালয়ার আগেই পুজোর বাজার করার কথা দিয়েছিল তার স্বামী। কিন্তু শুক্রবার রাতেই স্বামী আর স্ত্রীর মধ্যে পুজোর বাজার না করা নিয়ে প্রবল অশান্তি হয়। তারপরই বনি কীটনাশক খায়।
প্রথমে গৃহবধূকে নিয়ে যাওয়া হয় স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। রাতের দিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন বনি।
বনির পরিবার জানিয়েছে, বনি ছোট থেকেই অভিমানী। পুজো নিয়ে তাঁর বাড়তি উত্তেজনা ছিল। প্রচুর কেনাকাটা করত। কিন্তু স্বামীর আর্থিক অবস্থা খারাপ হওয়াটা মেনে নিতে পারেনি বনি। তাই এমন হঠকারী সিদ্ধান্ত বিয়েছে। তবে এই ঘটনার বনির শ্বশুরবাড়ির সদস্যরাও রীতিমত মর্মাহত। তারা বিশ্বাস করতে পারছে না একটা নতুন শাড়ির জন্য কেউ ওমন হঠকারী সিদ্ধান্ত নিতে পারে।