Narendra Modi Alipurduar: 'সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা, তিনবার ঘরে ঢুকে মেরেছি' রণংদেহি মোদী

Subhankar Das   | ANI
Published : May 29, 2025, 03:14 PM ISTUpdated : May 30, 2025, 04:50 PM IST
narendra modi

সংক্ষিপ্ত

Narendra Modi Alipurduar: পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে আয়োজিত জনসভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কী কী বললেন তিনি?

Narendra Modi Alipurduar: আলিপুরদুয়ারের জনসভা থেকে কার্যত, রাজ্য সরকারের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi news live)। তিনি বললেন, ‘‘মুর্শিদাবাদ এবং মালদাতে যা হয়েছে, তা বর্তমান রাজ্য সরকারের নির্মমতার একটা উদাহরণ (narendra modi alipurduar)। এখানকার সরকার পুরোপুরি দুর্নীতিগ্রস্ত। প্রত্যেকবার আদালতকে হস্তক্ষেপ করতে হয় সব বিষয়ে। এইভাবে কি কোনও সরকার চলতে পারে?’’

 

 

পশ্চিমবঙ্গের শাসকদলকে আক্রমণ করে মোদী কী কী বললেন?

প্রধানমন্ত্রীর কথায়, “তৃণমূলের নেতাদের লাগামহীন দুর্নীতির জন্যই এখানকার বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। কিন্তু এরা নিজেদের ভুল কিছুতেই মানতে চাইছেন না। বরং, উল্টে আদালতকে আক্রমণ করছেন এরা। আর তৃণমূল সরকার অভিযুক্তদেরই বাঁচানোর চেষ্টা করছে। বিজেপি কখনও এটা হতে দেবে না। বাংলায় একটা দুর্নীতির সরকার চলছে। এখানকার শাসকদল জোর করে গরীব মানুষদের প্রাপ্য ছিনিয়ে নিতে চাইছে। বাংলা আসলে অনেকগুলি সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। এ হল হিংসা এবং দুই হল অরাজকতা। তারপর আছে মায়েদের উপর অত্যাচার। সেইসঙ্গে, কর্মহীনতা এবং দুর্নীতি। এই রাজ্যে গরীব মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে রাজনীতির চেষ্টা করছে শাসকদল।"

 

 

তিনি আরও যোগ করেন, "আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চালু হতে দেওয়া হয়নি। এখানকার মানুষরা বাইরে গেলেও তাই ওই প্রকল্পের সুবিধা পান না। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পশ্চিমবঙ্গের বহু মানুষ বাড়ি পেতে পারতেন। কিন্তু এখানে তা ইচ্ছাকৃতভাবেই হতে দেওয়া হল না। কারণ, তা করতে দিল না এখানকার রাজ্য সরকার।’’

পাকিস্তান প্রসঙ্গে রনংদেহি প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদী এদিন বলেন, ‘‘পহেলগাঁওতে ঐ ঘটনার পর, আপনাদের প্রবল রাগ হয়েছিল। আসলে সেই রাগই আমাদের শক্তি জুগিয়েছে। যারা পহেলগাঁওতে এই জঘন্য ঘটনা ঘটিয়েছে, তাদেরকে দেশের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। যা কল্পনাই করতে পারেনি পাকিস্তান। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। তিনবার ঘরে ঢুকে মেরেছি। তাই এরপরেও হামলা হলে শত্রুদের আবার বড় মূল্য দিতে হবে।’’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রস্তুতি দেখুন ছবিতে, ইট বইছে অনুগামীরা
'বাবরি মসজিদ নির্মাণ হবেই কোন শক্তি আটকাতে পারবে না', হুঙ্কার হুমায়ুনের