DA Notification: সুপ্রিম কোর্টে শুনানির দিনই মহার্ঘ ভাতা নিয়ে নবান্ন নতুন বিজ্ঞপ্তি জারি, ডিএ-র নয়া আপডেট

Published : Mar 25, 2025, 06:07 PM IST

DA Notification:মঙ্গলবর নবান্ন থেকে মহার্ঘ ভাতা ইস্যুতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিনই সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলার শুনানি। 

PREV
110
ডিএ বিজ্ঞপ্তি

মঙ্গলবর নবান্ন থেকে মহার্ঘ ভাতা ইস্যুতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিনই সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলার শুনানি।

210
ডিএ বৃদ্ধি

বাজেট অধিবেশনেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। এদিন নবান্নর পক্ষ থেকে পয়লা এপ্রিল বর্ধিত ডিএ কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে।

310
১৮ শতাংশ হারে ডিএ

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে রাজ্যের সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পাবেন। কারণ বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল।

410
কেন্দ্রের সঙ্গে ফারাক

কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএর ফারাক থাকবে প্রায় ৩৫ শতাংশ।

510
কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ

কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ-র দাবিতে আগামী ৭-৯ এপ্রিল রাজ্য জুড়ে ৩ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে একটি বাম সংগঠন। যদিও তৃণমূলের কর্মচারি সংগঠন সরকারে সরকারের ডিএ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে।

610
ডিএর দাবি

রাজ্যের সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন দীর্ঘ দিন ধরেই। আইনি লড়াইয়ের মধ্যে তাঁরা অবস্থান বিক্ষোভও করছেন। কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ চান তাঁরা।

710
সরকারি কর্মীদের দাবি

রাজ্যের সরকারি কর্মীদের দাবি ডিএ বা মহার্ঘ ভাতা তাঁদের ন্যায্য অধিকার। আর সেই কারণেই তাঁরা তাঁদের প্রাপ্য ছাড়বেন না।

810
সুপ্রিম কোর্টে শুনানি

প্রায় তিন মাস পরে এদিন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হয়। এদিন শুনানিতে রাজ্য সরকারি আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেন।

910
পরবর্তী শুনানি

সুপ্রিম কোর্ট জানিয়েছে এই মামলার পরবর্তী শুননি হবে আগামী ২২ এপ্রিল।

1010
সেদিনের শুনানি

ডিএ মামলায় সব পক্ষের আবেদেন মেনে নিয়ে সুপ্রিম কোর্ট মামলাটিকে টপ অব দ্যা বোর্ড-এ রেখেছে।

Read more Photos on
click me!

Recommended Stories