Vande Bharat: স্বাধীনতা দিবসের আগের দিনেই বন্দে ভারতে গোলযোগ, জলপাইগুড়িতে আটকে সুপারফাস্ট ট্রেন

নিউ জলপাইগুড়ি থেকে অসমের গুয়াহাটির দিকে যাওয়ার সময় ট্রেনটিতে গোলযোগ দেখা দিয়েছে বলে জানা গেছে।

ভারতের স্বাধীনতা দিবসের আগের দিনেই কেন্দ্রের মোদী সরকারের দৃষ্টান্তমূলক প্রকল্প ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের যাত্রায় বাধা। যান্ত্রিক ত্রুটির কারণে, সোমবার সকালে যাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই থমকে গেল বন্দে ভারত এক্সপ্রেস। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হল জলপাইগুড়ি জেলায়। সোমবার নিউ জলপাইগুড়ি থেকে অসমের গুয়াহাটির দিকে যাওয়ার সময় ট্রেনটিতে গোলযোগ দেখা দিয়েছে বলে জানা গেছে। ধূপগুড়ির পর কলাই গ্রাম স্টেশনে দাঁড়িয়ে পড়ে ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে ছুটে চলা সুপারফাস্ট ট্রেনটি।

নির্দিষ্ট সময় ৬টা বেজে ১০ মিনিটেই নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রওনা দিয়েছিল গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু, কিছুদূর যেতেই এক্সপ্রেস ট্রেনটির গোলযোগ ধরা পড়ে। ট্রেনের ব্রেকিং সিস্টেমে সমস্যা রয়েছে বলে বুঝতে পারেন চালক। সকাল ৭টা নাগাদ ট্রেনটি কলাই গ্রাম রেলস্টেশন পার করে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু, দীর্ঘ সময় ধরে সেটি রেলগেটের কাছেই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই স্থানে গিয়ে পৌঁছন রেলের আধিকারিকরা। ট্রেনটিকে যান্ত্রিক ত্রুটিমুক্ত করে অতি দ্রুত গন্তব্যপথে চালিত করার চেষ্টা করেন তাঁরা।

Latest Videos

আরেকদিকে, রেলগেটের একেবারে মাঝামাঝি জায়গায় সুপারফাস্ট বন্দে ভারত দাঁড়িয়ে পড়েছিল বলে এলাকার বাসিন্দারা ব্যাপক সমস্যার মুখে পড়েন। ট্রেন দাঁড়িয়ে যাওয়ার কারণে দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকে, এলাকা জুড়ে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। তার জেরে সপ্তাহের একেবারে শুরুর দিনেই রাস্তায় বেরিয়ে নাকানিচোবানি খেতে হয়েছে নিত্যযাত্রীদের। সকাল প্রায় ৯টা পর্যন্ত কলাই গ্রাম এবং ধুপগুড়ি স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটি দাঁড়িয়ে থাকে। এর প্রভাব পড়েছে অন্যান্য ট্রেনের যাত্রার সূচিতেও। সোমবার দেরিতে চলছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস-সহ একাধিক প্যাসেঞ্জার ট্রেন। সকাল ৯টা বেজে ১ মিনিট নাগাদ গোলযোগ সারিয়ে অবশেষে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেয় গুয়াহাটিগামী বন্দে ভারত। কোচবিহার পৌঁছনোর পর ট্রেনটিকে আরও ভালো করে পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন-

Haryana News: হিন্দু ধর্মের সম্মেলনে একের পর এক ‘ঘৃণাত্মক মন্তব্য’, হরিয়ানায় মুসলিম-বিদ্বেষের আঁচ
Rakhi Purnima 2023: সাবধান! এবছর রাখী পূর্ণিমায় পড়তে চলেছে ভাদ্রের ছায়া, জ্যোতিষ শাস্ত্র মতে উৎসবের তারিখ ও শুভ সময় কখন?
Photos Vastu Direction: বাড়িতে কোনও ছবি টাঙালে ৮টি মারাত্মক ভুল অবশ্যই এড়িয়ে চলুন
Sex Tips: সেক্সে সমস্যা? যৌন জীবনে স্ফূর্তি ফিরিয়ে আনতে মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia