BJP: সদস্যপদ সংগ্রহ অভিযানে বড় ধাক্কা, নিয়ম শিথিল করে লক্ষ্যপুরণে মরিয়া বঙ্গ বিজেপি

Published : Jan 25, 2025, 03:09 PM IST

লক্ষ্য অধরাই থেকে যাচ্ছে রাজ্য বিজেপির। এবার লক্ষ্য পুরণে নতুন উদ্যোগ নিয়েছে বিজেপি। সদস্য পদ সংগ্রহ অভিযানে লক্ষ্য পুরণে নতুন নিয়ম লাগু করেছে গেরুয়া শিবির। 

PREV
110
বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান

লক্ষ্য অধরাই থেকে যাচ্ছে রাজ্য বিজেপির। এবার লক্ষ্য পুরণে নতুন উদ্যোগ নিয়েছে বিজেপি। সদস্য পদ সংগ্রহ অভিযানে লক্ষ্য পুরণে নতুন নিয়ম লাগু করেছে গেরুয়া শিবির।

210
লক্ষ্য

লক্ষ্য় ছিল ৭০ হাজার সক্রিয় সদস্য। কিন্তু সেই লক্ষ্য অধরা থেকে গেছে।

310
প্রথম লক্ষ্য

প্রথম মাপকাঠি ছিল দলের যে কর্মীরা ৫০ জন কে প্রাথমিক সদস্য জোগাড় করতে পারবেন তাঁরাই পাবেন সক্রিয় সদস্যপদ। কিন্তু সেই লক্ষ্য অনেকেই পুরাণ করতে পারেননি।

410
নিয়ম শিথিল

বিজেপি সূত্রের খবর, সে মাপকাঠি স্পর্শ করতে পারেনি অনেকেই। তাদের জন্যই নিয়ম শিথিল করা হয়েছে। যারা লক্ষ্য পুরাণ করতে পারেনি তাদের আবার নতুন করে নম্বর বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছে।

510
কারণ

যথেষ্ট সংখ্যক বুথে পূর্ণাঙ্গ কমিটি গড়তে হলে সক্রিয় সদস্যসংখ্যার সঙ্গে আপস করা কঠিন। তাই মাপকাঠির নীচে থেকে যাওয়া কর্মীদের জন্য নিয়ম শিথিল করা হয়েছে।

610
সুযোগ পাচ্ছেন কতজন

নতুন এই নিয়ম যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাাদের সংখ্যট নেহাতই নগণ্য নয়। কারণ প্রায় ৩০ হাজার বিজেপি কর্মীকে এই সুযোগ দেওয়া হয়েছে।

710
বুথ কমিটি গঠন করা হবে না

বিজেপি সূত্রের খবর, রাজ্যে ৮০ হাজার বুথ রয়েছে। যার মধ্যে ১৭ হাজার বুথে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার বেশি। সেই এলাকায় বুথ কমিটি গঠন নাও হতে পারে। বাকি রয়েছে ৬২ হাজার বুথ।

810
বুথ সভাপতি

২৫ জানুয়ারি অর্থাৎ আজ, শনিবারের মধ্যে বুথ স্তরে সভাপতি বাছাইয়ের কাজ শেষ করতে কেন্দ্রীয় বিজেপি নির্দেশ দিয়েছে। কিন্তু সবকটিতে সক্রিয় সদস্য নেই। ২৩ জানুয়ারি পর্যন্ত বঙ্গ বিজেপিতে সক্রিয় সদস্য নথিভুক্তির সংখ্যা ছিল ৪৩ হাজারের কাছাকাছি।

910
দুটি নিয়ম শিথিল

প্রথমত, ২৫ জানুয়ারির মধ্যে সব বুথে সভাপতি বাছাই সেরে ফেলার যে কেন্দ্রীয় নির্দেশ ছিল, সেই অনুযায়ী চলা সম্ভব না হওয়ায় বুথ সভাপতি বাছাই তথা কমিটি গঠনের জন্য সময় বাড়াতে হচ্ছে। দ্বিতীয়ত, যে সময়সীমার মধ্যে ৫০ জন করে প্রাথমিক সদস্য জোগাড় করতে বলা হয়েছিল সক্রিয় সদস্যপদ পেতে ইচ্ছুক কর্মীদের, তা-ও বাড়ানো হচ্ছে।

1010
টার্গেট ৫০

বিজেপি সূত্রের খবর, এমন প্রায় ৩০ হাজার কর্মী রয়েছেন, যাঁরা ৫০ জন করে প্রাথমিক সদস্য জোগাড় করতে পারেননি। কিন্তু ৩০-এর উপর জোগাড় করেছেন। ওই কর্মীদের আবার সুযোগ দেওয়া হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে তাঁদের দিয়ে ৫০ প্রাথমিক সদস্য জোগাড়ের লক্ষ্য পূরণ করিয়ে নেওয়া হবে। এই প্রক্রিয়া পুরোপুরি সফল হলে সক্রিয় সদস্যের সংখ্যা ৭০ হাজারে পৌঁছে যাবে।

click me!

Recommended Stories