
শুক্রবার থেকে মোট ৩৭টি সরকারি প্রকল্প নিয়ে রাজ্যে নবমবারের জন্য শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’।
এই শিবিরগুলিতে (Duare Sarkar Camp) অংশ নেন মোট ৫ লক্ষ ৪৬ হাজার ৫৯৬ জন মানুষ।
লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, আধার কার্ড সংক্রান্ত কাজ, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে বেশি সাড়া মিলেছে বলে খবর।
এখনও পর্যন্ত ৬ লক্ষ ৮২ হাজার ৪৬৫টি দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছে (Duare Sarkar Camp 2025)।
জানা গেছে, নবম পর্বে মোট ১ লক্ষ ৬ হাজার ৩৬টি শিবিরের আয়োজন করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।
উপভোক্তাদের সচেতনতা বাড়াতে ‘আমার কর্মদিশা’ প্রকল্প জনপ্রিয় করারও উদ্যোগ নেওয়া হয়েছে সবকটি শিবিরে।
খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ, কৃষি জমির মিউটেশন পরিষেবা যুক্ত কড়া হয়েছে।
বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি (কৃষি), কেসিসি (প্রাণিসম্পদ উন্নয়ন), তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, কৃষি পরিকাঠামো তহবিল, মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ, জমির পাট্টার আবেদন ও বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়, ভবিষ্যত ক্রেডিট কার্ডের মতো পরিষেবা পাওয়া যাচ্ছে।
এই দুই পরিষেবার সুবিধাও দুয়ারে সরকারের ক্যাম্প থেকে পাওয়া যাচ্ছে।
আর ২৮ ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া আবেদন খতিয়ে দেখে পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।