টোটো নিয়ে ১১ পাতার বিজ্ঞপ্তি পরিবহণ দফতরের, চালকদের ডানা ছাঁটল রাজ্য

Published : Sep 22, 2025, 09:03 AM IST

Toto Policy: টোটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের। টোটো নিয়ন্ত্রণ থেকে রাজস্ব আদায়ে একাধিক পদক্ষেপ রাজ্যের। ১১ পাতার বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহণ দফতর। 

PREV
15
টোটোর জন্য কঠোর নীতি

এবার দুর্গাপুজোর আগেই টোটো চালকদের ডানা ছাঁটল রাজ্য সরকার। এবার আর যত্রতত্র যেতে পারবে না টোটো। রুট নিয়ন্ত্রণ থেকে রাজস্ব আদায়ে- সবই করা হবে টোটো থেকে। একটি বিজ্ঞপ্তি জারি করে তেমনই জানিয়েছে পরিবহন দফতর।

25
১১ পাতার বিজ্ঞপ্তি টোটোর জন্য

টোটো চালকদের নিয়ন্ত্রণে আনতে রাজ্যের পরিবহণ দফতর ১১ পাতার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানেই গ্রাম থেকে শহরের টোটোগুলিতে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এতদিন টোটো চললেও তা ছিল নিয়ম বহির্ভূত। এবার সেই টোটো চালকদেরই নিয়মনীতির মধ্যে আনল রাজ্য সরকার।

35
টোটোর জন্য় বাধ্যতামূলক নিয়ম

পরিবহণ দফতর জানিয়েছে, টোটো চালানোর জন্য জেলা স্তরের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। প্রতিটি গাড়ির জন্য থাকবে নম্বর প্লেট, কিআই কোড- যা স্ক্যান করলেও বোঝা যাবে টোটোটি কোন রুটের।

45
রাজস্ব আদায়

এতদিন টোটো থেকে কোনও রাজস্ব আদায় হত না। এবার থেকে টোটো চালকদের রাজস্ব দিতে হবে। একব্যক্তির নামে একাধিক টোটোর রেজিস্ট্রেশন বাতিল হবে। যানের জন্য বার্ষিক কর নেওয়া হবে।

55
টোটোর পরিবর্তে ই-রিকশা

প্রশাসন সূত্রের খবর বর্তমানে যে টোটোগুলি চলছে তার অধিকাংশই বেআইনি। সেগুলির পরিবর্তে ই-রিকশা চালানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। তবে নবান্ন এই ব্যাপারে তাড়াহুড়ো করতে নারাজ। ধীরেধীরে সেই পথে হাঁটবে রাজ্য। অন্যদিকে আগেই টোটোর ওপর নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য। বর্তমানে জাতীয় সড়কের ওপর টোটো চলাচল আগেই বন্ধ হয়েছিল। এখনও তা কার্যকর রয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories