নতুন বছরের প্রথম দিনে নেই বাড়তি লোকাল ট্রেন বা বাস, ভিড় সামলাতে অন্যপথে মেট্রো

Published : Dec 31, 2022, 07:52 PM IST
kolkata

সংক্ষিপ্ত

এবার বর্ষ বিদায়ের রাত ৩১ ডিসেম্বের রাতের জন্য বাস বা ট্রেন বা মেট্রোর কোনও বিশেষ ব্যবস্থা নেই। অ্যাপ ক্যাব বা ট্যাক্সি ভরসা বাড়ি ফেরার জন্য।

নতুন বছরকে স্বাগত জানানোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই ২০২২ সালকে বিদায় জানিয়ে এই রাজ্যের বাসিন্দারা স্বাগত জানাবে নতুন বছর বা ২০২৩ সালকে। বর্ষ বরণের রাত মানেই জমজমাট কলকাতা। হুল্লোড়ের কলকাতা। আলোয়ে সাজা পার্কস্ট্রিট। কিন্তু সবই তো হচ্ছে! তবে এবার বর্ষ বিদায়ের রাত ৩১ ডিসেম্বের রাতের জন্য বাস বা ট্রেন বা মেট্রোর কোনও বিশেষ ব্যবস্থা নেই। অ্যাপ ক্যাব বা ট্যাক্সি ভরসা বাড়ি ফেরার জন্য। তবে যাদের বাইক বা গাড়ি রয়েছে তাদের তো কোনও সমস্যাই নেই।

৩১ ডিসেম্বর বা ১ জানুয়ারি হাওড়া ও শিয়ালদা শাখায় বাড়তে কোনও লোকাল ট্রেন চলবে না। শনি ও রবিবার যেমন স্বাভাবিক ট্রেন চলাচল করে এই দুটি রুটে তেমনই চলবে। রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, কোনও বারই এই দুই দিন বিশেষ কোনও ট্রেনের ব্যবস্থা করা হয় না। এবারও করা হয়নি। তিনি আরও বলেছেন দুর্গাপুজোর সময় হাওড়া ও শিয়ালদা স্টেশনে যাত্রীদের চাপ বাড়ে, তাই সেই সময় বিশেষ ব্যবস্থা করা হয়। কিন্তু ৩১ ডিসেম্বর বা পয়লা জানুয়ারি সেই পরিস্থিতি তৈরি হয় না । তাই এবার বাড়িতে কোনও ট্রেন চালানোর পরিকল্পনা নেই। শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত স্বাভাবিক তাকবে রেল পরিষেবা।

চলতে বছর বর্ষ বরণের রাতে বা রবিবার সকালের দিকে কোনও স্পেশাল বাস চলাচল করবে না। দুই দিন স্বাভাবিক থাকবে বাস পরিষেবা। সরকার বা বেসরকারি কোনও ক্ষেত্রেই বিশেষ বাস পরিষেবা দেওয়া হবে বলেও জানান হয়েছে।

মেট্রো পরিষেবা পাবেন সাধারণ যাত্রীরা। তবে শনিবার রাত্রে নয়। রবিবার বেশি মাত্রায় মোট্রো রেল চলবে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৩১ ডিসেম্বর রাতে বাড়িতে মোট্রো চালান হচ্ছে না। ১ জানুয়ারি বাড়তি মেট্রো চালান হবে। রবিবার অর্থাৎ ২০২৩ সালের প্রথম দিন ১৩০ জোড়া মেট্রোর পরিবর্তে ১৮৮ জোড়ো মেট্রো চলবে। বছরের প্রথম দিন যাত্রীদের অতিরিক্ত চাপ সামান দিতেই এই পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার সকালে কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে সকাল ৯টার পরিবর্তে সকাল ৬টা ৫০ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে। মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত ৯টা ৩০ পর্যন্ত। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। দমদম ও কবিসুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০ মিনিটে। শিয়ালদহ ও সেক্টর ফাইভের মধ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা। শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধ্যে ৭টায়। রবিবার এই রুটো ৪৪ জোড়া মেট্রো চলবে।

আরও পড়ুনঃ

বরুণ গান্ধীকে কি ভারত জোড়ো যাত্রায় স্বাগত জানান হবে? প্রশ্নের উত্তর দিলেন রাহুল গান্ধী

Happy New Year 2023: ৩৬৫ দিনের বৃত্ত সম্পূর্ণ করে আরও এক নতুন শুরু, দেখুন নতুন বর্ষবরণের ছবি ও শুভেচ্ছা

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নয় প্লেন, প্রথম যাত্রাতে উত্তেজিত ছাত্রীর প্রতিক্রিয়া

PREV
click me!

Recommended Stories

Murshidabad : নয়া মেরুকরণ! বেলডাঙায় যখন বাবরি মসজিদ, বহরমপুরে তখন রাম মন্দিরের শিলান্যাস
হুমায়ুন কবীর ৮০ লক্ষ টাকা খরচ করে বাবরি মসজিদের সূচনা করলেন, ব্যবস্থা 'শাহি' ভোজের