বছরের দ্বিতীয় দিন থেকেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের,সঙ্গে জানুন আরও ৯টি গুরুত্বপূর্ণ তথ্য

নতুন বছরের দ্বিতীয় দিন। আর সপ্তাহের প্রথম দিন। কাজে ব্যস্ত কলকাতা থেকে শুরু করে গোটা রাজ্য। বর্ষ বরণের উৎসব শেষ। তবে রেশ রয়ে গেছে এখনও।

 

১. কলকাতা আর দক্ষিণ বঙ্গে কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে? এটাই এখন লক্ষ টাকার প্রশ্ন। ২৫ ডিসেম্বর থেকে শুরু করে ১ জানুয়ারি- এখনও তেমনভাবে জাঁকিয়ে শীতের দেখা নেই। তবে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আগামী চার পাঁচ দিনের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ নামতে পারে।

২. নির্ধারিত সূচি অনুযায়ী আজ আর্থাৎ সোমবার তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ সভা রয়েছে নজরুল মঞ্চে। সেখানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেবেন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় ১ জানুয়ারি জানিয়ে দিয়েছেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন তা মেনে চলেবে দলের নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

Latest Videos

৩. ২০২৩-এর সূচনাকালের সঙ্গে সঙ্গে আজ পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসেরও প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে ১ জানুয়ারি সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল শিবিরের দলীয় কার্যালয়ে লক্ষ্য করা গেল উৎসবমুখরতা। কলকাতায় দলের সদর কার্যালয়েও আয়োজিত হয়েছে বিশেষ অনুষ্ঠান। জেলায় জেলায় তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে মিছিল এবং রাজনৈতিক পথসভার। বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

তাঁরাই দলের সম্পদ: তৃণমূলের প্রতিষ্ঠাদিবসে সমস্ত দলীয় কর্মীকে কৃতজ্ঞতা জানালেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়

 

৪. রবিবার তিলজলায় তৃণমূল ভবনের ভূমি পুজোর অনুষ্ঠানে দলের নেতা অভিযোগ বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। পাশাপাশি যারা অন্য দল থেকে তৃণমূলে আসতে চান তাদের জন্য একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। যা পঞ্চায়েত নির্বাচনের অগে অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

'বেশি দুর্নীতি হয়েছে পূর্ব মেদিনীপুরে', তৃণমূল ভবনের ভূমি পুজোয় শুভেন্দুকে নিশানা অভিষেকের

 

৫.আগামী দিনে তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সাল থেকেই তৃণমূলের গুরুত্ব দেশের অন্যত্র বাড়বে। রবিবার দলীয় কার্যালয়ে ভূমি পুজোর অনুষ্ঠানে এসে তেমনই জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ, ভ্রাতৃত্ব ও ভালবাসার রাজনীতি দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে। বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

২০২৩ সালে গোটা দেশে বাংলা মডেল কাজ করবে, বছরের প্রথম দিনেই আশাবাদী অভিষেক

 

৬. এসে গিয়েছে নতুন বছর ২০২৩। যে বছরকে ঘিরে রয়েছে হাজার প্রস্তুতি, পরিকল্পনা এবং কর্মসূচির ভরাট শিডিউল। সেই বছরের শুরুতেই নতুন পার্টি অফিস পেতে চলেছে বঙ্গ বিজেপি। দলীয় স্মৃতি, আনন্দ উদযাপন, দেখাসাক্ষাৎ ফেলে রেখে উত্তর কলকাতার মুরলীধর সেন লেনের অতি পরিচিত দলীয় কার্যালয় ছাড়তে চলেছেন বঙ্গ বিজেপির নেতারা।ইতিমধ্যেই গোছগাছের পর্বও শুরু হয়েছে। বাকি জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

ঐতিহাসিক মুরলীধর সেন লেন ছেড়ে এবার চলে যাচ্ছে বঙ্গ বিজেপি, কলকাতার অন্দরে কোথায় হচ্ছে নতুন কার্যালয়?

 

৭. আজ থেকে মেট্রোর সুবিধে পাবেন দক্ষিণ-পশ্চিম শহরতলীর বাসিন্দারা। ৩০ ডিসেম্বর,শুক্রবার ভার্চুয়ালি উপস্থিত হয়ে কলকাতার জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের অন্তর্গত জোকা-তারাতলা রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া স্টেশন থেকে জোকা-তারাতলা মেট্রো উদ্বোধনের কথা থাকলেও মা হীরাবেন মোদীর প্রয়াণের কারণে তাঁর কলকাতা সফর বাতিল হয়ে যায়। তবে নিজের কর্তব্যের প্রতি অবিচল থাকেন দেশের প্রধানমন্ত্রী। অহমদাবাদ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস-সহ একাধিক রেল প্রকল্পের পাশাপাশি জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন করেন মোদী।

৮. বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে শহরবাসী। পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, ময়দান-সহ শহরের বিভিন্ন স্থানে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। একে এক জানুয়ারি, তার উপর রবিবার। ছুটির দিনে উৎসবের আমেজে মজেছে বাঙালি। ফলত স্বাভাবিক ভাবেই আজ রাস্তায় ভিড়ের চাপও বেশি থাকবে। শহরমুখী এই ভিড়ের কথা মাথায় রেখেই রবিবারও স্বাভাবিক ছন্দে মেট্রো চালানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের। এই দিনই ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনেও মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

৯. বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে শহরবাসী। পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, ময়দান-সহ শহরের বিভিন্ন স্থানে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। একে এক জানুয়ারি, তার উপর রবিবার। ছুটির দিনে উৎসবের আমেজে মজেছে বাঙালি। ফলত স্বাভাবিক ভাবেই আজ রাস্তায় ভিড়ের চাপও বেশি থাকবে। শহরমুখী এই ভিড়ের কথা মাথায় রেখেই রবিবারও স্বাভাবিক ছন্দে মেট্রো চালানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের। এই দিনই ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনেও মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বাকি জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

১০. চঞ্চল চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ মৃণাল সেন। তিনি জানিয়েছেন মৃণাল সেনার ওপর তাঁর তৈরি বায়োপিক 'পদাতিক'এ অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এই চরিত্রের জন্য তিনি একদম ফিট বলেও জানিয়েছেন।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury