নিপা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে দূরে থাকুন এই পানীয়গুলি থেকে, জানুন এই রোগের প্রধান উপসর্গ কী কী

Published : Jan 14, 2026, 12:01 PM IST

Nipa Virus spread News: রাজ্য ক্রমশ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে নিপা ভাইরাসের সংক্রমণ। ফলে করোনাকাল কেটে গেলেও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে এই ভাইরাস। জানেন কোথা থেকে এই ভাইরাস ছড়াচ্ছে মানুষের শরীরে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
নিপা সংক্রণ কীভাবে ছড়াচ্ছে?

২০০১ সালের পর বাংলায় ফের খোঁজ মিলল নিপা ভাইরাসের। সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত গতিতে। এই অবস্থায় ভীতি তৈরি হচ্ছে জনমানষের মনেও। তাও আবার কলকাতার একেবারে কাছে মিলেছে নিপা ভাইরাস আক্রান্ত দুই রোগীর খোঁজ। সূত্রের খবর, এখনও হাসপাতালে চিকিৎসাধীন সংক্রামিত ওই দুই নার্স। সোমবারই সাংবাদিক বৈঠক করে বারাসাতের ২জন নার্সের নিপা সংক্রমণের খবর জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ও মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। 

25
সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা

জানা গিয়েছে, নিপা ভাইরাসের সংক্রামিত ওই দুই রোগীর শরীরের রক্তের নমুনা কল্যাণী এইমসের ল্যাবে পাঠানোপ পর পরীক্ষা করার পর জানা গিয়েছে। এবং নমুনা পরীক্ষা করার জন্য পুণেতে পাঠানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে প্রশাসন। 

35
কী কী উপসর্গে বুঝবেন আপনি নিপা ভাইরাসে আক্রান্ত?

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শীতে নিপার দাপট বাড়াতে সক্রিয় ভূমিকা পালন করে খেজুরের রস। কারণ যা সাধারণ মানুষের প্রিয় শীতকালীন পানীয়। এটা আবার বাদুড়েরও প্রিয় খাবার বটে। ফলে গাছে বেঁধে রাখা খেঁজুরের রসের হাঁড়িতে বাঁদুর মুখ দিলে সেই হাঁড়ির রস পান করলে তা থেকে মানুষের শরীরে নিপা ভাইরাস সংক্রামিত হওয়ার আশঙ্কা বেড়ে যায় বহুগুণ। 

45
কী কারণে এই ভাইরাস দ্রুত ছড়াচ্ছে?

জানা গিয়েছে, চিকিৎসক সুবর্ণ গোস্বামীর মতে- বাঁদুড় জাতীয় প্রাণীরা সাধারণত উঁচু গাছে থাকে। আবার খেজুর-তালগাছও উঁচু হয়। ফলে শীতকালে এই তালের রস বা খেজুরের রস থেকে নিপা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে প্রচুর। ফলে এই ধরনের পানীয় খাওয়ার আগে সতর্ক থাকুন।

55
গুড়েও নিপা আতঙ্ক

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, খেজুরের রসে নিপা সংক্রামিত হওয়ার আশঙ্কা থাকলেওন খেজুরের গুড়ে এই সংক্রমণের আশঙ্কা অনেকটাই কম। তবে বেশ কয়েকটি পরিসংখ্যান অনুযায়ী যে কয়জন রোগী আক্রান্ত হয়েছেন তারা ২৮ শতাংশ অন্য রোগীর সংস্পর্শে এসে। এবং বিশ্বের নিরিখে নিপা ভাইরাসে গড় মৃত্যুর হার ৭২ শতাংশ। ফলে নিপার সবথেকে বড় উৎস হলো বাদুড়ের শরীরে থাকা দেহরস। খেজুরের রসের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। ফলে শীতকালে নিপার হাত থেকে বাঁচতে খেঁজুরের রস না খাওয়ায় ভালো। 

Read more Photos on
click me!

Recommended Stories