আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনি ও রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা। উইকেন্ডে বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের তিন জেলা এবং দক্ষিণবঙ্গের আরও তিন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বজ্রপাতের আশঙ্কা থাকবে। উপকূলে হালকা বাতাস বইবে।
25
উইকেন্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস
মূলত বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে প্রভাব বেশি থাকবে। দক্ষিণ-পশ্চিম বাতাসে কিছু জলীয় বাষ্প ঢুকবে। বাকি বেশ কিছু জেলাতে উত্তর ও উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব থাকবে। পশ্চিমী বাতাস ও দক্ষিণা বাতাসের সংস্পর্শে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা তৈরি হবে উইকেন্ডে। যারফলে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা সহ দক্ষিণের জেলাগুলি।
35
হালকা শীতের আমেজ
তবে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ কখনও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শুষ্ক আবহাওয়া। মূলত উত্তর ও উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও বাতাসে সকালের দিকে থাকবে হালকা শীতের আমেজ।
দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হলেও মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা বেশি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে তবে জনিত অস্বস্তি খুব একটা বেশি হবে না।
55
বাতাসে শীতের অনুভূতি
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে উত্তরে হাওয়ার প্রভাব বেশি থাকবে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। রাতে হালকা শিশির সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। যারফলে সকালের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীত-শীত অনুভূত হতে পারে।