Hooghly News: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষনের ঘটনায় এবার বামপন্থীদের একহাত নিলেন তৃণমীল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কী বলেছেন তিনি?  বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Hooghly News: বুদ্ধদেব ভট্টাচার্যের সময় বাংলায় সবচেয়ে বেশি খুন ধর্ষন হয়েছে। বিস্ফোরক হুগলির সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শ্রীরামপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘’আজকে কিছু বামপন্থী বড় বড় কথা বলছে। তাদের অতীত কেউ ভুলে যায়নি।'' 

কী বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? 

‘’বাংলায় খুন ধর্ষন তাদের আমলেই বেশি হয়েছে। আর বুদ্ধদেব ভট্টাচার্যের সময় সেটা হয়েছে সবচেয়ে বেশি। ওর ছবি টাঙিয়ে যতই ইনটেলেকচুয়াল বলুন না কেন আমরা এখনো বলি ছিঃ বুদ্ধ ছিঃ। মারা গেছেন উনি শ্রদ্ধা করি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কদর্য ইতিহাস তৈরী করে গেছেন। তার সময় পুলিশ সিপিএম এর গোলাম হয়ে থাকত। আর ওনার সময় কোন জায়গায় সবচেয়ে বেশি ফুর্তি হত সে আপনারা জানেন আমি আর কি বলব।'' 

কল্যাণ আরও বলেন, ‘’আর এখন এসেছে শুভেন্দু অধিকারী। ২০২৬ এর ভোটে কত হাজার ভোটে তোমাকে হারতে হয় শুধু দেখে নিও। তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিচ্ছো। কত বড় নেতা। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম শ্রীরামপুর সংসদ এলাকার কোনও একটা আসনে দাঁড়িয়ে যদি জিততে পারো তবে বুঝব তুমি বাপের ব্যাটা। কত হিম্মত দেখি। আমি দাঁড়ালে তোমার জামানত বাজেয়াপ্ত করে ছেড়ে দেবো।'' 

‘’আমি নরেন্দ্র মোদীকে রাজনৈতিক ভাবে একশবার সমালোচনা করব। কিন্তু ব্যাক্তিগত ভাবে কখনও আক্রমণ করব না।আর আপনি বিরোধী দলনেতা হয়ে মুখ্যমন্ত্রীকে শুধু আক্রমণ করে যাচ্ছেন। দুষ্কৃতীদের কোনও জাত ধর্ম হয় না। তারা দুষ্কৃতী। দূৃুর্গাপুরে একটা ঘটনা ঘটেছে আর শুভেন্দু বাবু সেটাকেও হিন্দু মুসলিম করছেন। আপনি তো কট্টোর হিন্দু। কট্টোর হিন্দুও যেমন কট্টোর মুসলিমও তেমন। আপনি দেখিয়ে দিন এরকম কোন কট্টোর হিন্দু মহিলা আছে যে পুলিশকে ডেকে তার ভাইকে ধরিয়ে দিয়েছে। আমাদের দেখেই তো মহিলারা রাজনীতিতে আসবে। দিনে সন্ধে রাতে।'' 

‘’কিন্তু রক্ষই যদি ভক্ষক হয়ে যায় তাহলে সমাজকে বাঁচানো যায় না। একজন ভাই, দাদা, বন্ধু সহকর্মী হিসেবে আমার দায়িত্ব হল আমার পাশে যে মহিলা সহকর্মীরা আসে তাদের নিরাপত্তা দেওয়া। তাদের নিরাপত্তাহীনতা দেওয়া নয়।মহিলাদের সুরক্ষিত করার দায়িত্ব পুরুষদের সবচেয়ে বেশি থাকে। অনেক মহিলা রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরে সহকর্মীদের সঙ্গেই ফেরে। মায়ের জাত তাদের তো আগে সম্মান করতে হবে। নারী শক্তির সম্মান সবচেয়ে বড়।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।