ঘুষ দিলে তবেই রিনিউ হয় লাইসেন্স, দাবি করছে ১ লক্ষ টাকা পর্যন্ত, অভিযোগ শুনে কী বলছেন মন্ত্রী?

Published : Nov 20, 2024, 07:56 AM IST
Marathon search Sujit Bose s house was searched ED came out in municipal recruitment corruption case  bsm

সংক্ষিপ্ত

উত্তরবঙ্গে ফায়ার লাইসেন্স নবায়নে ঘুষের অভিযোগ উঠেছে হোটেল মালিকদের তরফ থেকে। দমকল মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই অভিযোগ প্রকাশ্যে আসে। মালিকদের দাবি, লাইসেন্স রিনিউ-র জন্য ৪০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হচ্ছে।

ঘুষ দিলে তবেই রিনিউ হয় লাইসেন্স। রেট আছে বাঁধা। এমনই অভিযোগ উঠল উত্তরবঙ্গে। একাধিক হোটেলের মালিক করলেন এমন অভিযোগ। তাদের দাবি, সরকারকে যার জন্য কোনও ফি দিতে হয় না, সেখানে ইচ্ছা মতো টাকা চাওয়া হয়। ৪০ হাজার, ৬০ হাজার এমনকী ১ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ চাওয়া হয় ফায়ার লাইসেন্স রিনিউ করতে। দমকল মন্ত্রী সঙ্গে বৈঠক শেষ ক্ষোভ প্রকাশ করল হোটেল মালিকেরা।

সদ্য উত্তরবঙ্গের জেলায় ফায়ার লাইসেন্স নিয়ে বৈঠক করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বৈঠক শেষে প্রকাশ্যে আসে মালিকদের বক্তব্য। বৈঠক শেষে হোটেল মালিক সংগঠনগুলো দাবি করে, সমস্যা মেটাতে এসে জেলায় জেলায় সমস্যা সেভাবে শুনতে চাননি বিভাগীয় মন্ত্রী। সময় কম থাকায় বক্তব্য রাখার সুযোগ পাননি বিভিন্ন জেলা থেকে যাওয়া প্রতিনিধিরা। একই সঙ্গে তাঁরা বলেন, এই মুহূর্তে পুরনো ভবনে যে সব ব্যবসা চলছে, সেই সময় প্রতিষ্ঠানে ফায়ার লাইসেন্স রিনিউয়ালের ক্ষেত্রে সব বিধি মানা সম্ভব হচ্ছে না।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, …পুরনো ভবনে ব্যবসার ক্ষেত্রে লাইসেন্স রিনিউয়ালে দর নির্দিষ্ট। এক লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তা দিলেই নাকি হাতে হাতে রিনিউয়াল মিলছে। টাকা না দিলে হেনস্থার মুখে পড়তে হচ্ছে।

এদিকে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, জেলায় জেলায় বৈঠক করছি। উত্তরবঙ্গে বৈঠক করলাম। এই অভিযোগ আমার কাছে আসেনি। আমাকে কেউ কিছুই বলেননি। ওরা আইনে সরলীকরণ করতে বলেছেন। সে সব দাবি খতিয়ে দেখা হবে।

 

 

PREV
click me!

Recommended Stories

'সেমিফাইনাল SIR, ৬০ লক্ষ বাদ'! উলুবেড়িয়ায় দাঁড়িয়ে ১ কোটি নোটিশের হুঁশিয়ারি শুভেন্দুর
'দাদা আপনি জনস্বাস্থ্যকে বিপন্ন করছেন'! ই-সাগারেট নিয়ে সংসদে TMC Vs BJP তরজা