
Narendrapur Crime News: স্ত্রীকে বাড়িতে না পেয়ে প্রতিবেশী মহিলার উপর হামলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম নিলয় বিশ্বাস, পেশায় রং মিস্ত্রি। মঙ্গলবার সন্ধেবেলায় কাজ সেরে বাড়ি ফিরে এসে তিনি দেখেন, স্ত্রী বাড়িতে নেই। স্ত্রী কোথায়—এই জানতে পাশের বাড়ির এক মহিলার কাছে খোঁজ নেন তিনি। ওই মহিলা জানিয়ে দেন, তিনি কিছু জানেন না। অভিযোগ, এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নিলয়। ইট দিয়ে প্রতিবেশী ওই মহিলার মাথায় আঘাত করেন বলে অভিযোগ।
তার চিৎকার শুনে ছুটে আসে ওই মহিলার ১২ বছরের ছেলে। মাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর আহত মহিলা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে—মারধর, খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। স্থানীয়দের দাবি, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক।
অন্যদিকে, কালীপুজোর রাতে আলিপুরের এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ক্রমশই দানা বাঁধছে। পঞ্চম শ্রেণির ছাত্রীর দেহ বাড়ির মধ্যে আলমালিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। মৃত ছাত্রী আরজি কর কাণ্ডে সাহাপ্রাপ্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বোনের মেয়ে বলেও দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল আলিপুর থানা এলাকার বিদ্যাসাগর কলোনি।
সোমবার রাতে বিদ্যাসাগর কলোনিতে এই ঘটনা ঘটে। বাড়ি থেকেই উদ্ধার হয় বছর দশেকের মেয়েটির নিথর দেহ। নিহতের মা দাবি করেছিলেন তিনি বাজারে গিয়েছিলেন। সেই সময়ে বাড়িতে মেয়েটি একাই ছিল। ফিরে এসে মেয়েকে কোথাও দেখতে পানননি। খোঁজাখুঁজি করেন। তারপরই আলমারি থেকে মেয়ের মৃতদেহ দেখেন। পুলিশে খবর দিলে উদ্ধার করা হয় মৃতদেহ। ময়নাতদন্তের জন্য দেহ এসএসকেএম হাসপাতালে পাঠান হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন ১০ বছরের মেয়েটি আরজি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ভাগ্নি। সঞ্জয়ের এক বোনকে প্রথমে বিয়ে করেছিল বিদ্যাসাগর কলোনির বাসিন্দা। সেই বোনের বিয়ে হলে সঞ্জয়ের অন্যবোনকে বিয়ে করে। সঞ্জয়ের মৃত বোনের মেয়েরই দেহ উদ্ধার হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।