সংক্ষিপ্ত

এক সময়ে অমিত শাহ যা বলেছেন, তাতেই সহমত দিয়ে সংবাদমাধ্যমের সামনে সরব হলেন বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। 

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করলেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিজেপির মুখ্য সেনাপতি অমিত শাহ দাবি করেছিলেন যে, যখন নরেন্দ্র মোদী গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন, তখন সিবিআই গুজরাট দাঙ্গার জন্য অমিত শাহকে বারবার মোদীর নাম বলার জন্য চাপ দিচ্ছিলেন। এবার সেই একই ধরনের মন্তব্য করলেন কুন্তল ঘোষ।

বুধবার শহিদ মিনারে আয়োজিত যুব তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “সেই সারদার সময় থেকে আমার নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে। কুণাল ঘোষ, মদন মিত্রকে জিজ্ঞেস করুন। ওঁদের বলা হয়েছিল অভিষেকের নাম বলতে।” তাঁর মন্তব্যের পড়েই বৃহস্পতিবার এই বক্তব্যেই কার্যত শিলমোহর দিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে কুন্তল দাবি করেন, 'আমায় নেতাদের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে। চেষ্টা হচ্ছে, যাতে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলি।' অর্থাৎ, এক সময়ে অমিত শাহ কেন্দ্রের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন, সেই একই অভিযোগ বিজেপি শাসকের আসনে থাকাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তুললেন এক বিরোধী দলের ‘প্রাক্তন’ নেতা। এবিষয়ে তৃণমূল মুখপাত্র তাপস রায় বলেছেন, ‘সিবিআই যে এরকম চাপ দেয়, সে কথা তো এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীই বলছেন। ওনার অভিজ্ঞতা থেকে বলছেন। ফলে তারা যে চাপ দিয়ে নাম বলানোর চেষ্টা করছে বা করবে, সেই আশঙ্কা কি উড়িয়ে দেওয়া যায়?’

বৃহস্পতিবার কুন্তল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বললে আমাদের বুক চওড়া হয়। কিন্তু ওঁর নাম করতেই চাপ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে বিজেপির এক মুখপাত্র বলেন, 'কুন্তল এখন জেলে আছেন। ভাইপোর পুলিশ এসব স্ক্রিপ্ট লিখে দিচ্ছে সেটাই উনি মুখস্থ বলছেন।'

আরও পড়ুন-

পশ্চিমবঙ্গে রাম নবমীর পুজো মোটেই নতুন নয়, শেওড়াফুলি রাজ বংশের পুজো চলে আসছে প্রায় ২৭০ বছর ধরে

মালতীর সঙ্গে উচ্ছ্বসিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মেয়ের আদুরে ছবি

রাহুল গান্ধী নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছেন: কার্যত এমনটাই বুঝিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ