রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রয়েছেন রাজ্যপাল, এবার তাঁকেই মানহানির নোটিস পাঠানো হল প্রাক্তন উপাচার্যের তরফে। মাত্র ৭ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিলেন প্রাক্তন উপাচার্য। এই নোটিসকে ঘিরে এবার পশ্চিমবঙ্গে শুরু হয়েছে জোরালো আলোচনা। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor C V Ananda Bose) কাছে আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র (Om Prakash Mishra)।
চলতি বছরের জুলাই মাসের ১ তারিখে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে ওমপ্রকাশ মিশ্র জানতে পেরেছিলেন যে, দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোশ্যাল মিডিয়া সহ একাধিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই ওম প্রকাশের বিরুদ্ধে ছিছিক্কার শুরু হয়ে যায়। এই বিষয়টিকেই উত্থাপন করে রাজ্যপালকে ক্ষমা চাইতে বলেছেন ওমপ্রকাশ মিশ্রর আইনজীবী। ওমপ্রকাশের দাবি, কয়েকজন উপাচার্যকে রাজ্য়পাল নিজেই উস্কানি দিচ্ছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়েও প্রকাশ্যেই রাজ্যপালের বিরোধিতা করেছিলেন তাঁরা রাজভবনের তরফে নিয়োগ করা ১১ জন উপাচার্যের বিরুদ্ধে সাংবাদিক বৈঠকও করেছিলেন কয়েকজন উপাচার্য। ওমপ্রকাশ নিজেই তাঁদের নেতৃত্ব দিয়েছিলেন।
আইনজীবী শ্রাবণী বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে রাজ্যপালকে মানহানির নোটিস পাঠিয়েছেন তিনি। ওই নোটিসে লেখা হয়েছে, ‘জুলাইয়ের ১ তারিখ আমার মক্কেলের কাছে একটি ফরওয়ার্ডেড হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। তাতে লেখা ছিল যে, আপনি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন। ওই খবর সমাজ মাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতেও সম্প্রচারিত হয়। এই অপ্রচারের কারণে আমার মক্কেলের মানহানি হয়েছে। তাই এই চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে আপনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নাহলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’
আরও পড়ুন-
Interview Tips: চাকরির ইন্টারভিউয়ে বাজিমাত করতে হলে অবশ্যই জেনে নিন এই ৫টি টিপস
Weather News: চড়া রোদের সঙ্গেই ঝেঁপে বৃষ্টি, বুধবার কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?
Panchayat Election: ভোটের ফল বেরিয়ে যাওয়ার পর উদ্ধার তিনটি ব্যালট বাক্স, মালদহের গাজোলে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিজেপির