
Sikkim Accident News: সিকিমের মুন্সিথাং অঞ্চলের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন আটজন। উদ্ধার হওয়া আহত দু-জনকে গুরুতর অবস্থায় গ্যাংটকের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা প্রশাসন, পুলিশ এবং এনডিআরএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার পর শুক্রবার সকাল থেকে শুরু হয় উদ্ধার কাজ। যদিও বিকেল গড়াতেই ফের শুরু হয় প্রবল বর্ষণ। ক্রমাগত বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর বাড়তে থাকে। প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করতে বাধ্য হয় প্রশাসন। মুন্সিথাংয়ের দুর্ঘটনাস্থলে নিখোঁজদের খোঁজে নামানো হয়েছিল একাধিক বাহিনী ও সংস্থা। BRO (86 RCC), NDRF, সিকিম পুলিশ, অগ্নিনির্বাপণ দফতর, ITBP, IHCAE Chemchey-এর পর্বতারোহণ বিশেষজ্ঞ দল, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল দফতর, চালক সমিতি এবং TAAS-এর সদস্যরা স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। অভিযানের নেতৃত্ব দেন পর্বতারোহী কাজী শেরপা।
নদীতে গাড়ির খোঁজ ও নিখোঁজদের সন্ধান পেতে এখনও চালানো হচ্ছে তল্লাশি। দুর্ঘটনাস্থলে গিয়েছেন জেলা কালেক্টর, পুলিশ সুপার, চুংথাং-এর SDM ও SDPO, DPO, 86 RCC GREF(BRO)-র CO এবং SHO-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পুরো এলাকায় তল্লাশি অভিযান চালানো হবে।
জানা গিয়েছে, শুক্রবার বিকেল থেকে উত্তর সিকিমের একাধিক এলাকায় শুরু হয় প্রবল বৃষ্টিপাত। এর জেরে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। থিয়েং ও চুংথাং এলাকায় নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। দেখা দিয়েছে একাধিক ধস। ফলে বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সম্পত্তি। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, চুংথাং সহ আশপাশের এলাকায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।
প্রসঙ্গত, উত্তর সিকিমে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে, নিখোঁজ ৯ জন। শুক্রবার রাতে চুংথাং থেকে মুন্সিথাং-এর মাঝে একটি পর্যটকবাহী গাড়ি প্রায় ১০০০ ফুট নিচে তিস্তা নদীতে পড়ে যায়। গাড়িটিতে মোট ১১ জন ছিলেন – ১০ জন পর্যটক এবং একজন চালক। তাঁরা সকলেই কলকাতা ও ওড়িশা থেকে এসেছিলেন এবং একটি গাড়িতে তারা ভাগাভাগি করে উত্তর সিকিমের বিভিন্ন পর্যটনস্থল ঘুরে গ্যাংটকের দিকে ফিরছিলেন। দুর্ঘটনাটি ঘটে রাত প্রায় ৯টা নাগাদ।
ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে ITBP, সিকিম পুলিশ এবং স্থানীয় মানুষজন। এখনও পর্যন্ত ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে – তাদের মধ্যে একজন পর্যটকের মৃত্যু হয়েছে এবং অপরজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৯ জন এখনও নিখোঁজ। উদ্ধারকাজ এখনও চলছে। পাহাড়ি পথ, অন্ধকার ও নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটেছে। স্থানীয় প্রশাসনের তরফে পর্যটকদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। উদ্ধারকারী দল আশঙ্কা করছে, গাড়িটি সম্পূর্ণভাবে নদীর স্রোতে তলিয়ে গিয়েছে। নিখোঁজদের খোঁজে চলছে ড্রোন ও আধুনিক প্রযুক্তির সাহায্যে তল্লাশি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।