সবাই নয় কেবলমাত্র এই বিশেষ কার্ডের গ্রাহকরা পাবে বিনামূল্যে রেশন! জেনে নিন কারা পাবেন, কিভাবে করবেন আবেদন?

Published : Apr 08, 2025, 04:08 PM ISTUpdated : Apr 08, 2025, 04:23 PM IST

কেন্দ্রীয় সরকারের রেশন ব্যবস্থার পাশাপাশি, রাজ্য সরকার বিনামূল্যে রেশন চালু করেছে। জেনে নিন কারা  এই কার্ডের সুবিধা পাবে। তালিকাভুক্তির নিয়ম ও পদ্ধতি।

PREV
111

কেন্দ্রীয় সরকার প্রতি মাসে রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের নাগরিকদের কিছু খাদ্য সামগ্রী দেয়। এবার এই সামগ্রী কে কতটা পাবে তা নির্ভর করে রেশন কার্ডের ধরনের উপর।

211

এবার রাজ্য সরকারের তরফ থেকে একটি বিনামূল্যে রেশন কার্ডে বা ফ্রি রেশন কার্ড-এর সুবিধা বা নিয়ম চালু করেছে।

311

এই কার্ডে গ্রামাঞ্চলে দারিদ্রসীমার নীচে থাকা নাগরিকদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেবে সরকার।

411

ফলে রাজ্য সরকার রেশন কার্ডের সাহায্যে তালিকা দেখে এই গ্রামীণ রেশন কার্ড চালু করবে।

511

জেনে নিন কিভাবে আপনি এই তালিকায় চেক করবেন এবং কারা এই কার্ডের সুবিধা পাবেন।

611

এই কার্ডে নাম নথিভুক্ত করার জন্য গ্রামীণ এলাকায় দরিদ্র সীমার নীচে থাকা পরিবার এলাকার রেশন দোকান বা অফিসে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন।

711

এই কার্ডে তালিকাভুক্ত থাকলে সেই গ্রাহকদের মিলবে চাল, গম ছাড়ার রেশন দোকান থেকে অন্যান্য জিনিসও কম দামে কিনতে পারবেন।

811

এই কার্ডে নাম তালিকাভুক্ত করতে প্রয়োজন দারিদ্রসীমার প্রমাণপত্র, প্যান কার্ড, গ্রামে বসবাসকারীর প্রমান, গ্রাহকের ছবি, পরিচয় পত্র।

911

রেশন কার্ডের তালিকায় দেখার জন্য ন্যাশনাল ফুড সিকিউরিটির সাইটের মেইন পেজে গিয়ে সেখানে রেশন কার্ডে ক্লিক করতে হবে।

1011

এখানে নিজের রাজ্য জেলা ইত্যাদি নথিভুক্ত করার পর এই তালিকা PDF-এর মিলবে

1111

একবার এই কার্ডের আওতায় নাম উঠলেই রাজ্য সরকারের থেকে বিনামূল্যে চাল গম পাবেন গ্রাহক।

click me!

Recommended Stories