কী পরামর্শ দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? পথ খুঁজতে চাকরিহারাদের একাংশ গেল প্রাক্তন বিচারপতির কাছে

Published : Apr 08, 2025, 03:10 PM IST

Abhijit Gangopadhyay: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থই হচ্ছেন চাকরিহারারা। চাকরি রাখতে কী কী করতে হবে সেই বিষয়েই পরামর্শ চাইতে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। 

PREV
110
অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তাঁর এজলাসেই প্রথম উঠেছিল নিয়োগ দুর্নীতি। তিনি প্রথম প্যানেল বাতিলের কথা বলেন।

210
অভিজিতের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

এবার সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থই হচ্ছেন চাকরিহারারা। চাকরি রাখতে কী কী করতে হবে সেই বিষয়েই পরামর্শ চাইতে যাচ্ছেন চাকরি প্রার্থীরা।

410
অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বার্তা

অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 'ওরা আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। আমাকে কয়েক জনের নামের তালিকাও পাঠান হয়েছে। সরসারি কোনও আইনি পরামর্শ দিতে পারলেও, ওরা পরবর্তীকালে কী পদক্ষেপ করতে পারেন, সে বিষয়ে আমাদের দলের নির্দেশ অনুযায়ী কথা বলা। '

510
অভিজিতেই আস্থা

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই উঠেছিল। তিনি এই মামলায় চাকরি বাতিলের কথা প্রথম বলেছিলেন। এবার সেই চাকরিপ্রার্থীরাই পথের সন্ধানে দ্বারস্থ হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

610
মমতার সঙ্গে বৈঠক

সোমবার চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে মমতার দেখান পথে অনেক চাকরিহারা আস্থা রাখতে পারেননি। তাদেরই একাংশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হচ্ছেন বলে সূত্রের খবর।

710
অভিজিতের পরামর্শ

আগেই অভিজিৎ বলেছিলেন সুপ্রিম কোর্টের রায়ের পরেও চাকরি বাঁচানো সম্ভব। তার জন্য তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি কমিটি গঠনের আবেদন জানিয়েছিলেন।

810
অভিজিতের পরামর্শ

অভিজিৎ বলেছিলেন তাঁকে বিকাশ ভট্টাচার্যকে রেখে একটি কমিটি গঠন করা হোক। যোগ্য আর অযোগ্য প্রার্থীদের এখনও আদালা করা সম্ভব। যোগ্য আর অযোগ্যদের আলাদা করলেই যোগ্য প্রার্থীদের চাকরি থেকে যাবে। অভিজিৎ জানিয়েছেন, তেমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

910
বৃহস্পতিবার রায়

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল। চাকরি হারিয়েছেপ্রায় ২৬ হাজার। যারা মধ্যে প্রায় ১৭ হাজার যোগ্য প্রার্থী বলেও দাবি করছে অনেকে।

1010
মুখ্যমন্ত্রীর আশ্বাস

নেতাজি ইন্ডোরে দাঁড়িয়েই যোগ্যদের সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তিনি যে অযোগ্য চাকরিহারাদের পাশে থাকবেন সেই আশ্বাসও দিয়েছেন।

Read more Photos on
click me!

Recommended Stories