রাজ্য সরকারের নতুন উদ্যোগ 'বাংলার শাড়ি' , প্রতিটি জেলায় আউটলেট খুলতে নির্দেশ মমতার

নদিয়ার প্রশাসনিক বৈঠকে রাজ্যের তাঁতিদের সুবিধের জন্য প্রতিটি জেলায় বাংলার শাড়ির আউটলেট খুলতে পরামর্শ মমতার। আগামী মরশুম থেকেই প্রতিটি মেলায় থাকবে এই স্টল।

 

নদিয়ায় প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলার রাস উৎসবকে ঘিরে পর্যটন কেন্দ্র করার কথা বলেছিলেন। তারপরই তিনি বাংলার শাড়িকেও বিশ্বের বাজারে তুলে ধরার কথা বলেন। পাশাপাশি রাজ্যের তাঁতিদের দিকে সাহায্যের হাত বাড়িতে দেওয়ার জন্য 'বাংলার শাড়ি' এই নাম দিয়ে প্রতিটে জেলায় দোকান খোলার নির্দেশ দিয়েছেন। পশ্চিমবঙ্গের তৈরি হওয়া শাড়ির প্রচারের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এমএসএমই বিভাগের আধিকারিকদের প্রতিটি জেলায় বাংলার শাড়ি আউটলেট খুলতে বলেছেন। তিনি আরও বলেন এই পদক্ষেপ রাজ্যের তাঁতিদের তৈরি শাড়ি বিক্রি করতে সাহায্য করবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পশ্চিমবঙ্গের শাড়ি যেমন মসলিন, তাঁত, বালুচরী, জামদানি, ধনিয়াখালি , সিল্ক, বিক্রি করার জন্য বাংলার শাড়ির আউটলেট খুলুন। প্রতিটি জেলায় তাঁতিদের তাদের পণ্য বিক্রি করতে সাহায্য করার জন্য এমন একটি দোকান থাকা উচিৎ।' নদিয়ার প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় এই পরামর্শ দিয়েছেন। তিনি মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের প্রধান সচিব রাজীব পাণ্ডেকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি 'বাংলার শাড়ি' আউটলেট খোলার বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য একটি কমিটিও গঠনের নির্দেশ দিয়েছেন। মমতা আরও বলেছেন আগামী বছর থেকেই যাতে প্রতিটি মেলায় এজাতীয় স্টল দেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন এই বিষয়টি চিন্তাভাবনার মধ্যে রাখা খুবই জরুরি।

Latest Videos

রাজ্যের MSME বিভাগ বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশন (BBMC) কে তাদের পণ্যের কৌশলগত বিপণনের মাধ্যমে রাজ্যের তাঁত তাঁত, কারিগর এবং ঐতিহ্যবাহী কারিগরদের সমর্থন করার জন্য প্রচার করে। রাজ্য সরকারের এই উদ্যোগ এই প্রথম নয়। এর আগে বিশ্ব বাংলা স্টলের মাধ্যমেই বাংলার তৈরি সামগ্রী বিশ্বের বাজারে তুলে ধরার চেষ্টা করেছে। সেখানে শাড়ি, ধুতি, চাদর-সহ বাংলার তৈরি ডোকরা, টেরাকোটার শিল্পও স্থান পেয়েছে। তবে এবার শুধুমাত্র শাড়ির জন্যই সম্পূর্ণ আলাদা দোকান খোলার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিন দিনের ঠাসা কর্মসূচি নিয়ে নদিয়া গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রানাঘাটে প্রশাসনিক সভা করেন। নদিয়া সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাসউৎসবেও যোগ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ

রাম সেতু মামলায় কেন্দ্রকে চার সপ্তাহের সময় দিল সুপ্রিম কোর্ট, মার্কিন চ্যানেলে দাবি এটি মানুষের তৈরি

নদিয়ায় প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায়, রাস উৎসব নিয়ে দিলেন বড় বার্তা

মুকুলকে পাশে বসিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা মমতার, তিন দিনের নদিয়া সফরে মুখ্যমন্ত্রী

 

 

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul