কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বাড়ল ১ ডিগ্রি, শীত নিয়ে কী পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর?

সপ্তাহান্তে নামতে পারে তাপমাত্রার পারদ, তার আগে অস্বস্তিকর আবহাওয়া জারি থাকছে দক্ষিণবঙ্গে।

Sahely Sen | Published : Nov 11, 2022 2:51 AM IST

শীতকাল আসতে এখনও অনেকটাই দেরি, তাই অনেক আগে আগে হিমেল হাওয়া এসে পড়লেও আবহাওয়ার খামখেয়ালিপনার সাথে সাথে বেড়ে যাচ্ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। শুক্রবার সকালে সারা পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই লক্ষ্য করা গেল ঠাণ্ডা কমে যাওয়ার আমেজ।

১১ নভেম্বর উত্তরের দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮, স্বাভাবিকের থেকে যা প্রায় ৩ ডিগ্রি বেশি। বেলা বাড়লে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকের চেয়ে এই তাপমাত্রা ১ ডিগ্রি কম।

উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির মধ্যে কালিম্পঙের তাপমাত্রা প্রায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। কালিম্পং জেলায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২২.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে যা প্রায় ১ ডিগ্রি কম। অন্যদিকে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৭.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে বলে জানাচ্ছে মৌসম ভবনের রিপোর্ট। যা বেলা বাড়ার সাথে সাথে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। আকাশে মেঘ থাকার সম্ভাবনা নেই।

বাঁকুড়া এবং বর্ধমানে গতকালের চেয়ে তাপমাত্রা অল্প বেশি। আজকের সর্ব নিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে প্রায় ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, মালদহ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই জেলায় আকাশ মেঘলা থাকবে।

দক্ষিণবঙ্গের মধ্যে আজ নদিয়ার কৃষ্ণনগরে তাপমাত্রা আজ প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে যা প্রায় ১ ডিগ্রি কম। মেদিনীপুর জেলার তাপমাত্রা গতকালের চেয়ে বেশি। আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গতকালের চেয়ে কলকাতার আজকের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। আজ গাঙ্গেয় বঙ্গে দক্ষিণ-দক্ষিণপশ্চিমগামী হাওয়ার গতিবেগ রয়েছে প্রতি ঘণ্টায় প্রায় ৩.৬ কিলোমিটার।

আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়া বদলে যেতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আপাতত রৌদ্রজ্জ্বল আকাশ দেখা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলিতে পারদের পতন কিছুটা বেশি হতে পারে।

আরও পড়ুন-
মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করে চাকরি পাইয়ে দেওয়ার টোপ, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক
অনুব্রতের দোসর কমলাকান্ত? গরুপাচারের শেকড় খুঁজতে দিল্লিতে ইডির নয়া পদক্ষেপ
মেটা থেকে ছাঁটাই হতে পারেন বিপুল সংখ্যক ভারতীয় কর্মীরাও, ‘আমিই দায়ী’, ভুল স্বীকার করলেন মার্ক জাকারবার্গ

Share this article
click me!