সংক্ষিপ্ত
তিন দিনের ঠাসা কর্মসূচিতে নদিয়া গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি দলীয় নেতাদের সঙ্গে কথা বলেন। বৈঠকে ছিলেন মুকুল রায়।
তিন দিনের সফরে নদিয়ায় গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই তিনি কৃষ্ণনগরের পৌঁছেছেন। এদিন বৈঠক করেন দলীয় নেতা কর্মীদের সঙ্গে। সূত্রের খবর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুকুল রায়।যিনি এখনও বিজেপির বিধায়ক। পঞ্চায়েত ভোটের আগে মুকুল রায়ের উপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহল।
নদিয়া জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিয়েছে। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ মহুয়া মৈত্রকে একাধিকবার কড়া বার্তাও দিয়েছেন। তৃণমূল সূত্রের খবর এদিনও দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার ল্যান্ড করে দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামের অস্থায়ী হেলিপ্যাডে। সেখান থেকেই মুখ্যমন্ত্রী চলে যায় সার্কিট হাউসে। দুপুর আড়াইটে নাগাদ জেলার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগরের সাংগঠনিক সভাপতি কল্লোল খাঁ, নদিয়া জেলা পরিষদদের সভাধিপতি রিক্তা কুণ্ডু । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। কারণ স্পিকারের দাবি অনুযায়ী এখনও তিনি বিজেপিরই বিধায়ক। এদিন উপস্থিত হয়েছিলেন মমতার তৃণমূলের দলীয় বৈঠকে। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলও মনে করেছেন অনেকে।
তিন দিনের নদিয়া সফরে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিতে পারেন রাস উৎসবে। তবে তার আগে মঙ্গল ও বুধবার তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। বুধবার কৃষ্ণনগর গর্ভনমেন্ট কলেজের মাঠে দলীয় কর্মিসভা রয়েছে। বৃহস্পতিবার যাবে রানাঘাটের হাবিবপুর মাঠে। সেখানে প্রশাসনিক বৈঠক করবেন মমতা।
তবে তৃণমূলের দলীয় বৈঠকে মুকুর রায়ের যোগ দেওয়ায় রীতিমত আলোচনা শুরু হয়েছে। বিজেপি কটাক্ষ করতে শুরু করেছে। নদিয়ার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন, 'এরা বহুরূপী, ভোটে জেতার জন্য বিজেপি করে। আর সুবিধে নেওয়ার জন্য তৃণমূল করে। মুকুল রায়ের ক্ষমতা থাকলে একবার বলুন উনি তৃণমূলে যোগ দিয়েছেন।'
আগামী বছরের শুরুতেই পঞ্চায়েত ভোট। এখন থেকেই রাজনৈতিক দলগুলি তার প্রস্তুতি শুরু করেছে। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য মতুয়া ভোট। গত বিধানসভা নির্বাচনে মতুয়াদের বড় অংশের ভোটই চলে গেছে বিজেপির দিকে। আর সেই কারণে মতুয়াদের তৃণমূল কংগ্রেসের দিকে ফরিয়ে আনতেই রাসের অনুষ্ঠানে যোগ দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ বাড়ানোর জন্য রাস উৎসবকেই হাতিয়ার করতে চাইছেন তিনি।
পঞ্চায়েত ভোটে মতুয়া ভোট তৃণমূল কংগ্রেসের জন্য রীতিমত গুরুত্বপূর্ণ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি নদিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে মতুয়াদের বাস। আর সেই কারণে ১১ বছর শাসনকালে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় রাসের অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলেও দলীয় সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত নবান্ন বা তৃণমূল সূত্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তিপুর বা নবদ্বীপ যাওয়া নিয়ে কিছুই জানান হয়নি।
আরও পডুনঃ
বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেস ধাক্কা খেল গুজরাটে, দল ছাড়লেন ১০ বারের বিধায়ক
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ পর্যদের