পঞ্চায়েত ভোট প্রক্রিয়ার শুরু থেকেই রাজ্য জুড়ে অনিয়ম হচ্ছে। তাই আদালতের দৃষ্টি আকর্ষণ মামলাকারীর। শুক্রবার শুনানির সম্ভাবনা।
রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট ঘিরে ব্যাপক অনিয়ম হচ্ছে। এই অভিযোগ তুলে সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করার দাবিতে এই আইনজীবী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। তিনি প্রধানবিচারপতি ডিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চান। তাতেই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সম্ভবত আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে।। যার জেরে কলকাতা হাইতোর্টে পঞ্চায়েত ভোট নিয়ে আরও একটি মামলা দায়ের হল।
মামলাকারীর শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়ার ওপরই স্থগিতাদের জারি করার আবেদন করেননি। একই সঙ্গে তিনি তাঁর আবেদন বলেছেন , রাজ্যে ভোটে মনোনয়ন পর্ব ও তাঁর পরবর্তীতে হিংসার ঘটনা ঘটছ। একাধিক অনিয়মও হচ্ছে। এই অবস্থায় নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে রাজ্যে জাতীয় জরুরি অবস্থা জারির নির্দেশ দিক আদালত। শুক্রবার এই মামলার শুনানি হবে।
পঞ্চায়েত ভোটে হিংসা থেকে থেকে করে মনোনয়ন এমনকি মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ নিয়েও মামলা দায়ের হয়েছে। অন্যদিকে সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট পরিচালনা করার জন্য কেন্দ্র থেকে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হবে না কিনা, যদি চাওয়া হয় তাহলে ককোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে, কোথায় কোথায় তা মোতায়েন করা হবে - এই সব বিষয় নিয়ে ইতিমধ্যেই মামলা চলছে কলকাতা হাইকোর্টে। পাশাপাশি ভোটে হিংসার অভিযোগও একাধিক মামালা দায়ের হয়েছে। এবার কলকাতা হাইকোর্টে আরও একটি মামলা নথিভুক্ত করা হয়। সেখানে ভোট প্রক্রিয়া পুরোপুরি স্থগিত করে দেওয়ার আর্জি জানান হচ্ছে।
আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ১১ জুলাই ফল প্রকাশ। তবে এবার পঞ্চায়েত ভোট নিয়ে রীতিমত অশান্ত বাংলা। কোথাও ত্রিমুখী কোথাও আবার চতুর্মুখী লড়াই হবে। রাজ্যের চারটি রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস, বিজেপি ও তৃণমূল- ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে থেকেই এদিন ভোট প্রচার শুরু করলেন। অন্যদিকে বিজেপির রাজ্যস্তরের নেতাদের কাঁধেই দায়িত্ব রয়েছে পঞ্চায়েত ভোটের। কেন্দ্রীয় প্রথম সারির কোনও নেতাই ভোট প্রচারে রাজ্য আসবে না। বাম আর কংগ্রেসও নিজেদের মত করে প্রচার শুরু করেছে। তবে বিরোধীদের অভিযোগ তৃণমূল কংগ্রেস মনোনয়ন দাখিল করতে দেয়নি। জোর করে মনোনয়ন দাখিল করার পর মনোনয়ন প্রত্যাহারের জন্যও চাপ দিচ্ছে শাসকদল। যদিও তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই রাজ্য আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুনঃ
'তাঁর আমলে ২৬ হাজারেও বেশি বোমা ফেলা হয়েছে', ওবামার ভারতীয় মুসলিম মন্তব্যে তোপ রাজনাথের
পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশের রায় খারিজ, এক সদস্যের কমিশন গঠন কলকাতা হাইকোর্টের