panchayat election 2023:'মানুষ চায় ব্যালট, তৃণমূল চায় বুলেট', পঞ্চায়েত নির্বাচনের আগে একগুচ্ছ ইস্যুতে মুখ খুললেন সুজন চক্রবর্তী

Published : Jun 10, 2023, 04:53 PM ISTUpdated : Jun 10, 2023, 08:45 PM IST
Sujan Chakraborty

সংক্ষিপ্ত

তৃণমূল পশ্চিমবঙ্গকে বারুদের স্তুপের উপর দাঁড় করিয়েছে। মানুষ চায় গণতন্ত্র, ব্যালট। তৃণমূল চায় গুলি, বোমা, বন্দুক, বুলেট।'

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার একদিনের মাথায়ই অশান্তির দৃশ্য দেখা গেল বঙ্গে। অভিযোগ বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার থেকেই রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রজ্যে কোনও মতে ই যে ২০১৮ সালের স্মৃতি ফিরিয়ে আনা যাবে না, সেবিষয় ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দলগুলি। এরইমধ্যে আবার খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্য। শুধু তাই নয় জীবনতলায় বোমা উদ্ধার-সহ একাধিক ইস্যুতে টালমাটাল পরিস্থিতি বঙ্গ রাজনীতে। এই পরিস্থিতিতে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে জেলা সিপিএম কার্যালয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বাম নেতা সুজন চক্রবর্তী। উত্তর দিলেং একগুচ্ছ প্রশ্নের।

এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সুজন চক্রবর্তী জানান ইতিমধ্যে একাধিক কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছে বামেরা। তাঁর দাবি মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে শাসকদলের থেকে এগিয়ে বিরোধীরা। সুজনের কথায়, 'আমাদের কর্মীরা অনেক জায়গাতেই মনোনয়ন জমা দিয়েছে এবং তার থেকেও বেশি জায়গায় মনোনয়ন জমা দিতে গিয়েও দিতে পারেনি, কারণ নির্বাচন কমিশন প্রস্তুত নয়। ছয় দিনের মধ্যে নির্বাচন কমিশনের গাফিলতিতে একদিন নষ্ট। এখন প্রশ্ন এই নষ্ট হবে জেনেই কি তৃণমূল বাহিনী আসেনি?' শুধু তাই নয় একাধিক জায়গায় মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। সুজন চক্রবর্তী জানিয়েছেন,'গতকাল মুর্শিদাবাদের রানিনগরে যখন আমাদের কর্মীরা মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তখন তৃণমূলের নেতা বাইরের থেকে বাহিনী নিয়ে এসে আক্রমণ করেন। ঘটনায় হতচকিত হয়ে যায় কর্মীরা। কিন্তু মুহূর্তের মধ্যে রুখে দাঁড়িয়েছিল স্থানীয় মানুষেরা। যারা আক্রমণ করতে এসেছিল তাদের কার্যত তাড়া খেতে পালাতে হয়েছে, তৃণমূলকে তাড়া খেয়ে পালাতে হয়েছে।' সুজনের সংযোজন,'রানিনগর দেখে যেন তৃণমূল বোঝে যে মানুষ চায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, সেটা যদি বাইরের থেকে বাহিনী এনে নষ্ট করার চেষ্টা করতে চায় তাহলে যেন রানিনগরের চেহারাটা মনে রাখে।'

এদিন খরদায় কংগ্রেস কর্মীর খুনের ঘটনায়ও ক্ষোভ উগরে দেন বাম নেতা। তিনি বলেছেন,'যেভাবে গতকাল খড়গ্রামে বুলেটবিদ্ধ হয়ে খুন হয়েছেন কংগ্রেস কর্মী তাতে বোঝা যায় ব্যালটের থেকে তৃণমূলের বুলেট, বোমা, বন্দুকে আগ্রহ বেশি। তৃণমূল পশ্চিমবঙ্গকে বারুদের স্তুপের উপর দাঁড় করিয়েছে। মানুষ চায় গণতন্ত্র, ব্যালট। তৃণমূল চায় গুলি, বোমা, বন্দুক, বুলেট।' এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সুজন চক্রবর্তী স্পষ্ট জানালেন এবিষয় তাঁর কোনও আগ্রহ নেই। তাঁর কথায়,'দেখুন বিরোধী দলনেতা তৃণমূল থেকে এখন বিজেপির নেতা হয়েছেন। তিনি দিল্লিতে গিয়েছেন, অমিত শাহের সঙ্গে দেখা করেছেন, তাঁদের মধ্যে কী ফুঁসফাঁস কথা হয়েছে তাতে আমার কোনও আগ্রহ নেই। বিজেপি নেতা বিজেপি নেতার সঙ্গে কথা বলেছেন। আর অমিত শাহ তো তৃণমূলের বিরোধিতা করতে আগ্রহী নন। বরং তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্ট করে ৩৫টা আসন পাওয়া যায় কি না তার অপেক্ষায় আছেন।'

আরও পড়ুন - 

২০১৮ সালের পঞ্চায়েত ভোটের পুনঃসম্প্রচার চায় না বাংলা- কেমন ছিল সেদিনের ছবিটা

‘মিথ্যাশ্রী’! দীপক ঘোষের নতুন বই সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও শেয়ার করে কী লিখলেন শুভেন্দু অধিকারী?

করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা নিয়ে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ ইস্যুতে মমতাকে একহাত নিলেন শুভেন্দু! সব প্রমাণ ফাঁস করলেন আজ
Arjun Singh: খড়দহে BLO-র বাড়িতে হামলা, সরাসরি তৃণমূলকে দায়ী অর্জুন সিংয়ের