Panchayat Election 2023: 'সীমান্ত পেরিয়ে দুষ্কতীরা ঢুকেছে', দিনহাটার ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মমতার

Published : Jun 27, 2023, 01:45 PM IST
Mamata banerjee

সংক্ষিপ্ত

মঙ্গলবার জলপাইগুড়ির জনসভায় দাঁড়িয়ে কোচবিহার নিহত তৃণমূল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনেও মমতার নিশানায় কেন্দ্র। সোমবারের পর মঙ্গলবারও বিএসএফ ইস্যুতে সরব হলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার জলপাইগুড়ির চেকেন্দা ভাণ্ডারী মাঠে জনসভা করলেন তৃণমূল নেত্রী। এদিন দিনহাটায় তৃণমূল কর্মী খুনের ঘটনা নিয়েও তীব্র আক্রমণ শানালেন মমতা। বিএসএফ প্রসঙ্গ তুলে এদিন মুখ্যমন্ত্রী বললেন, 'কোচবিহারে বিএসএফের গুলিতে আরও কয়েকজন মারা গিয়েছে। বিএসএফ-এর সবাই খারাপ নয়। তবে আমি তাঁদের নিরপেক্ষভাবে কাজ করার আবেদন করব। মোদীজি আজ আছে কাল নেই, কিন্তু বিএসএফকে আজীবন দেশ রক্ষা করতে হবে'

মঙ্গলবার জলপাইগুড়ির জনসভায় দাঁড়িয়ে কোচবিহার নিহত তৃণমূল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়,'কোচবিহারে আমাদের একজনকে গুলি করে মারা হয়েছে। সীমান্ত পেরিয়ে দুষ্কতীরা ঢুকেছে। এই ঘটনায় আমরা কঠোর ব্যবস্থা নেব। বিএসএফের গুলিতে মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি ও ক্ষতিপূরণ দেওয়া হবে।'

প্রসঙ্গত, কোচবিহারে মমতার সভার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই ফের রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী কোচবিহার। মঙ্গলবার সকালে গুলি চলল দিনহাটার গিতালদহের জারিধরলা গ্রামে। ঘটনায় নিহত এক তৃণমূল কর্মী। মৃতের নাম বাবু হক। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পদ্মদল। মঙ্গলবার সকালে ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

সূত্রের খবর মঙ্গলবার ভোররাতে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার গিতালদহের জারিধরলা গ্রাম। দফায় দফায় চলে গুলিও। দু'তরফা গোলাগুলির মাঝেই মৃত্যু হয় স্থানীয় তৃণমূল কর্মী বাবু হকের। ঘটনায় আহত আরও ৬। তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁদের কোচবিহারে রেফার করা হয়। পঞ্চায়েত নির্বাচনের আবহে এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানুতোর সৃষ্টি হয়েছে চলছে অভিযোগ-পাল্টা অভিযোগ।

সোমবার জনসভায় দাঁড়িয়ে বিএসএফ ইস্যু নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'গায়ের জোরে বিএসএফের এলাকা ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে। আমি কোচবিহারে বারবার আসি। কোচবিহারের মানুষকে ভালোবাসি। এই জেলায়ও গুলি চালিয়েছে বিএসএফ। কোচবিহারে গুলি করে মারাটা যেন একটা অধিকারের মধ্যে পড়ে গিয়েছে। এরা করবে দেশ শাসন।' পাশাপাশি তিনি আরও বলেন,'আমি স্থানীয় প্রশাসনকে সজাগ থাকতে বলব। নির্বাচনের আগে বর্ডারে মানুষকে বিএসএফ ভয় দেখাবে বলেও আমার কাছে খবর আছে। তবে আমি বলছি আপনাদের, কিছু করতে পারবে না ওরা।'

আরও পড়ুন -

নির্বাচনী প্রচারের মাঝেই গুলি চলল কোচবিহারে, নিহত এক তৃণমূল কর্মী

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বাণী ভদ্র

কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি, রাজ্য নির্বাচন কমিশন থেকে দ্রুত উত্তর চায় স্বরাষ্ট্র মন্ত্রক

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ বিল নিয়ে মমতাকে বিস্ফোরক আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বলছেন তিনি
'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর