সংক্ষিপ্ত

কেন অতিরিক্ত ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লাগবে? কোথায় মোতায়েন করা হবে? জানতে চেয়ে কমিশনকে চিঠি অমিত শাহের দফতরের।

 

প্রথম দফায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু পরবর্তীকালে কলকাতা হইকোর্টের নির্দেশে কেন্দ্রের থেকে ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেছে রাজ্য নির্বাচন কমিশন। এপর্যন্ত কেন্দ্রীয় সরকার ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিয়েছে। সূত্রের খবর সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে অতিরিক্ত ৪০৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কেন চাওয়া হয়েছে তা বিষদে জানান হয়েছে। পাশাপাশি এপর্যন্ত পাঠান ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন করা হয়েছে তাও বিষয়ে জানতে চাওয়া হয়েছে। দ্রুত চিঠির উত্তর দিতেও রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের এক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন।

আগামী ৮ জুলাই পঞ্চয়েত নির্বাচন। জন্য কেন্দ্রীয় আরও কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা কেন্দ্রকে তিনটি চিঠি দিয়েছিলেন। সবমিলিয়ে রাজ্যের পক্ষ থেকে এখনও পর্যন্ত ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই রাজ্যে ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। কিন্তু কোথায় কোথায় তাদের মোতায়েন করা হয়েছে। বাকিদের গন্তব্য কোথায় তা নিয়ে রাজ্য বা রাজ্য নির্বাচন কমিশন এখনও অবগত করেনি কেন্দ্রকে। আর সেই কারণে কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েই চিঠি এসেছে রাজ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য নির্বাচন কমিশনের এক কর্তা জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রক একটি চিঠি পাঠিয়েছে, যাতে কেন অতিরিক্ত ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে তার কারণ জানতে চাওয়া হয়েছে। এপর্যন্ত পাঠান কেন্দ্রীয় বাহিনীকে কোথায় কিভাবে ব্যবহার করা হ্চ্ছে তা নিয়েও বিস্তারিত জানতে চেয়েছে কেন্দ্র। যেসব জেলায় এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী পাঠান হয়েছে তার বিস্তারিত বিবরণ দিতেও বলা হয়েছে কেন্দ্রকে।

সূত্রের খবর , দিল্লির নর্থব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতর থেকে চিঠি পাঠান হয়েছে। পঞ্চায়েত ভোটে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্পর্কে আরও বেশ কিছু সিদ্ধান্তের কথাও জানিয়েছএ। কিন্দ্রীয় বাহিনী মোতায়নের প্রক্রিয়াটি যাতে রাজ্য সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য একজন তত্ত্বাবধায়কও মনোনীত করা হয়েছে। এই দায়িত্বে রয়েছে দিল্লির সিআরপিএফ আইজি, যিনি মূলত অপারেশনের দায়িত্বে থাকেন। অন্যদিকে কলকাতায় আইজি বিএসএফ স্টেট নোডাল অফিসারকেও কেন্দ্রীয় বাহিনী মোতায়নের বিষয় নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। চিঠিতে এই তথ্যও রয়েছে।

কেন্দ্র আরও জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠান হবে। তাই কার কোথায় দায়িত্ব বা কোন বাহিনীর সদস্যদের কোথায় মোতায়েন করা হবে তা আগে থেকে জানিয়ে দিল সিদ্ধান্ত নিতে সুবিধে হবে। রাজ্য নির্বাচন কমিশন যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সুষ্ঠু পরিকল্পনা না করে তাহলে তাদের ভোটের সময় মোতায়েন করা সম্ভবপর নয় বলেও মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক।