সংক্ষিপ্ত
‘কালীঘাটের কাকু’-র গ্রেফতারির ১ মাসও পেরোয়নি। এরই মধ্যে প্রয়াত হলেন তাঁর স্ত্রী বাণী ভদ্র।
সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারির পর পেরিয়েছে মাত্র ২৭ দিন, সোমবার মধ্যরাতে প্রয়াত হলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এই ‘কালীঘাটের কাকু’-র স্ত্রী বাণী ভদ্র। দীর্ঘ দিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।
সূত্রের খবর, সোমবার রাতে নিজের মেয়ে ও জামাইয়ের সঙ্গে তিনি তাঁদের বেহালার বাড়িতেই ছিলেন। সেই সময় হঠাৎ করে গভীর রাতে তাঁর হার্ট অ্যাটাক হয়। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
বাণী ভদ্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে ও জামাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬২ বছর। তাঁর মৃত্যুতে সুজয়কৃষ্ণের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার কারণে গত ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছিল ইডি। ২৮ জুন পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বর্তমানে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন। তবে, স্ত্রীর মৃত্যুর কারণে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হতে পারে বলে চলছে জল্পনা।
আরও পড়ুন-
দিল্লিতে অবাক কাণ্ড! প্রেমিক-প্রেমিকাকে বন্দুকের ভয় দেখিয়ে শেষে নিজেরাই ১০০ টাকা ধরিয়ে দিয়ে গেল ২ ডাকাত
Diwali Holiday in New York: কালীপুজোর আনন্দ এবার আমেরিকাতেও, নিউ ইয়র্কে ছুটি ঘোষণা