Panchayat Election 2023: ভোটে লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করলেন শুভেন্দু, প্রথম ক্যাবিনেট বৈঠকেই ২ হাজার টাকা করে ভাতা দেওয়ার আশ্বাস বিরোধী দলনেতার

বিপুল সংখ্যক মহিলা ভোটকে টার্গেট রেখে গেরুয়া শিবিরের পক্ষ থেকে তিনি আশ্বস্ত করে বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলেই অসম, মধ্যপ্রদেশের মতো বাংলার সমস্ত মহিলাদের মাসে ৫০০ নয়, ২০০০ টাকা করে দেবে বিজেপি সরকার।’

Web Desk - ANB | Published : Jul 4, 2023 6:39 AM IST / Updated: Jul 04 2023, 02:22 PM IST

“৫০০ টাকা বা ১০০০ টাকার জন্য অপেক্ষা করতে হবে না। বিজেপি ক্ষমতায় এলে ২০০০ টাকা করে দেওয়া হবে”, ঝাড়গ্রাম থেকেই সাধারণ ভোটারদের উদ্দেশ্যে এ কথা স্পষ্ট করে দিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট। তার আগে কেন্দ্রের শাসকদল বিজেপির পক্ষ থেকে বারবার লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর দিকে। এর আগে নির্বাচনী প্রচারসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২ হাজার টাকা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপর আরও একবার জলপাইগুড়ির সভামঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডারে ২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।

ঝাড়গ্রামের নির্বাচনী প্রচার সভার পর উত্তরবঙ্গ সফরের শেষ দিন ধূপগুড়ির সভা থেকে এই প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য বিধানসভার প্রধান বিরোধী দলনেতা। প্রথম ক্যাবিনেট মিটিংয়েই এই প্রস্তাব পাশ করা হবে বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণে কোনও মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকে থাকলে তিনি যেন সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গেই যোগাযোগ করেন এবং বিস্তারিত তথ্য দিয়ে অভিযোগ জানান, এমনও জানিয়েছেন তিনি। কেউ টাকা না পেলে সুদ সমেত রাজ্য সরকারের কাছ থেকে সেই টাকা আদায় করিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা।

Latest Videos

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেই সাধারণ ভোটারদের এই আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেছেন, “‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এই টাকা মানুষের করের টাকা।” দরকার হলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত মহিলাদের হয়ে তিনি স্বয়ং গিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও বার্তা দেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিপুল সংখ্যক মহিলা ভোটকে টার্গেট রেখে গেরুয়া শিবিরের পক্ষ থেকে তিনি আশ্বস্ত করে বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলেই অসম, মধ্যপ্রদেশের মতো বাংলার সমস্ত মহিলাদের মাসে ৫০০ নয়, ২০০০ টাকা করে দেবে বিজেপি সরকার।’

আরও পড়ুন-

ভারতীয় দূতাবাসে আগুন লাগিয়ে স্লোগান উঠল ‘খালিস্তান দীর্ঘজীবী হোক’, আমেরিকায় আক্রমণের শিকার ভারত
Weather News: প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে ঝিরঝিরে বৃষ্টিতে ঘর্মাক্ত পরিস্থিতি

Jharkhand Bandh: সাঁওতালি ভাষাকে প্রথম সরকারি ভাষার মর্যাদা দেওয়ার দাবি, সমগ্র ঝাড়খণ্ড জুড়ে বনধের ডাক

Share this article
click me!

Latest Videos

আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024
১১ বছরে পদার্পণ South 24 Parganas-র রায়বাঘিনী শ্যামা পুজো! উপচে পড়া ভিড় মাকে দেখার জন্য | Kali Puja