আমি ক্ষমতায় না এলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসবে না: তৃণমূলের অন্দরে বিতর্কিত মন্তব্য গুলশন মল্লিকের

পাঁচলায় দলীয় কর্মিসভায় বসে স্বয়ং দলনেত্রীর ক্ষমতায় আসা প্রসঙ্গে এলাকার বিধায়কের এমন বিতর্কিত মন্তব্য শুনে স্বভাবতই তীব্র অস্বস্তিতে পড়ে গেছে ঘাসফুল শিবির। 

Web Desk - ANB | Published : Jan 11, 2023 10:33 AM IST

'আমি পাঁচলায় ক্ষমতা না এলে নবান্নে মমতা ব্যানার্জি বসবে না,' পাঁচলায় দলীয় কর্মিসভায় বসে আচমকাই এমন মন্তব্য় করে বসলেন এলাকার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক। দলের অন্দরে একের পর এক বিতর্কিত মন্তব্যের আঁচ লাগতে লাগতে এবার স্বয়ং দলের সুপ্রিমোকে নিয়েই আলটপকা মন্তব্য় করে গোটা দলকে তীব্র অস্বস্তিতে ফেলে দিলেন পাঁচলার তৃণমূল বিধায়ক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গেছে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলের কর্মীদের চাঙ্গা করে তুলছেন পাঁচলার তৃণমূল বিধায়ক। সোমবার বিকালে পাঁচলার ধুলোর বাঁধ এলাকায় তৃণমূলের এক দলীয় কমসুচিতে যোগ দিয়েছিলেন বিধায়ক গুলশন মল্লিক। সেখানেই বক্তব্য় রাখতে গিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণের পর তিনি বলেন, 'আমি যদি ভোট না পাই, তাহলে সন্ন্য়াস নিয়ে নেবো। আর, আমি যদি পাঁচলায় ক্ষমতায় না আসি, তাহলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও নবান্নে বসবে না।'

Latest Videos

যদিও বক্তব্য় রাখতে গিয়ে মুখ্য়মন্ত্রীর উদ্য়োগে শুরু হওয়া সামাজিক প্রকল্পের কথাও উল্লেখ করেন পাঁচলার বিধায়ক। দাবি করেন, 'মুখ্য়মন্ত্রী না থাকলে আপনারা এত প্রকল্পের সুবিধা পেতেন না।' এরপরই বিধায়কের বক্তব্যে উঠে আসে ২০২১ বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ। গুলশন বলেন, 'ভোটের সময় আমরা একটা মাস পুলিশের সঙ্গে কোনও কথা বলিনি। কেন্দ্রীয় বাহিনীর চাবুক আমাদের কর্মীদের পিঠের চামড়া তুলে নিয়েছে, রক্ত বইয়ে দিয়েছে, তবুও আমাদের কর্মীরা লড়াই করেছে। বাংলার মুখ্যমন্ত্রী না থাকলে মানুষের এই পরিষেবার কথা কেউ ভাবতই না।'

পাঁচলা বিধানসভা কেন্দ্রে ২০১১ সাল থেকে টানা তিনবার তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছেন গুলশন মল্লিক। তারও আগে ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটেও ওই কেন্দ্র থেকে বিধায়ক ছিলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্য়েই ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। ‘দিদির দূত’ হিসেবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন দলের প্রতিনিধিরা। কিন্তু, সেই কর্মসূচি পালন করতে গিয়েই নানা ধরনের বিতর্কিত মন্তব্য় করে ফেলছেন অনেক তৃণমূল বিধায়ক। সেই তালিকায় নাম জুড়ে গেল পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিকেরও।

তবে, বিতর্ক প্রসঙ্গে বিধায়কের মন্তব্যকে সমর্থন জানিয়েছেন হাওড়া জেলা গ্রামীণ সভাপতি অরুনাভ সেন। তিনি বলেছেন, "গুলশন মল্লিকের বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। ওনার নিজের উপর এবং নিজের বিধানসভার উপর আস্থা আছে বলেই উনি এই কথা বলেছেন। উনি যেটা বলতে চেয়েছেন সেটা হল, পাঁচলায় তৃণমূল হেরে গেলে সারা বাংলায় তৃণমূল হেরে যাবে।"

আরও পড়ুন-
‘ডেঞ্জার জ়োন’-এর বাড়ি না ভাঙলে আরও বিপদে পড়বে জোশীমঠ, জোরকদমে চলছে বাড়ি ভাঙার কাজ
আন্তর্জাতিক ফুটবলে সম্মান এনে দিয়েছেন সারা ভারতকে, বেহালার পৌলমীর রোজগার এখন দিনে দু-তিনশো
বঙ্গে চালু হল ‘দিদির দূত’ কর্মসূচি, সর্ব স্তরের মানুষের সাথে যোগাযোগের বিশেষ পদক্ষেপ

Share this article
click me!

Latest Videos

ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today