বাড়ির পুজো বন্ধ, মেয়ের বিচারের দাবিতে ষষ্ঠী থেকে ধর্নায় আর জি করে নির্যাতিতার পরিবার

Published : Oct 06, 2024, 04:29 PM ISTUpdated : Oct 06, 2024, 04:59 PM IST
Junior doctors sit on protest Dharmatala to protest RG kar case with 10 points bsm

সংক্ষিপ্ত

দুর্গাপুজোর মধ্যেও আর জি কর মেডিক্যাল কলেজের নৃশংস ঘটনার বিচার চেয়ে আন্দোলন চলছে। নির্যাতিতার পরিবার এবার নিজেরাই আন্দোলন শুরু করতে চলেছে।

গত ২ মাস ধরে অনাত্মীয়রা তাঁদের মেয়ের উপর নৃশংস অত্যাচারের পর খুনের ঘটনার বিচারের দাবিতে আন্দোলন করেছেন। এবার আত্মীয়দের নিয়ে নিজেরাই ধর্নায় বসছেন আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণের পর খুন হওয়া চিকিৎসকের বাবা-মা। তাঁরা এবার বাড়িতে দুর্গাপুজো করছেন না। কোনওদিন আর তাঁদের বাড়িতে দুর্গাপুজো হবে কি না সে বিষয়ে সংশয় আছে। অন্তত এবার পুজোর চারদিন নির্যাতিতার বাড়িতে কোনও উৎসব হচ্ছে না। এই বাড়ির আনন্দের উৎসই যে হারিয়ে গিয়েছে। মেয়েকে আর ফিরে পাবেন না। কিন্তু যারা মেয়ের উপর চরম অত্যাচার করল, তাদের যাতে উপযুক্ত শাস্তি হয়, তার জন্যই ষষ্ঠীর দিন ধর্নায় বসছেন বাবা-মা। দুর্গাপুজোর কয়েকদিন বাড়ির সামনেই ধর্না চলবে।

দূরে থাকুন রাজনীতিবিদরা

নির্যাতিতার বাবা-মা জানিয়েছেন, তাঁরা যে মঞ্চে ধর্নায় বসবেন, সেখানে শুধু আত্মীয়-পরিজনরাই থাকবেন। অনাত্মীয়রা এই আন্দোলনে সামিল হতে চাইলে তাঁদের স্বাগত জানানো হবে। রাজনীতিবিদরা চাইলে ধর্নায় যোগ দিতে পারেন। কিন্তু তাঁদের রাজনীতি করতে দেবে না নির্যাতিতার পরিবার। রাজনীতিবিদরা এলে তাঁদের মঞ্চে জায়গা দেওয়া হবে না। তাঁদের দূরেই থাকতে হবে। এই ধর্নার সঙ্গে যাতে রাজনীতির যোগ না থাকে, সেটা নিশ্চিত করতে চাইছে নির্যাতিতার পরিবার।

সরকারের উপর আস্থা হারিয়েছে নির্যাতিতার পরিবার

ধর্মতলায় অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। এই আন্দোলনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামিল হওয়া অনেকের সঙ্গেই কাজ করেছেন আর জি করে নির্যাতিতা। ফলে এই আন্দোলনের সঙ্গে একাত্ম বোধ করছে তাঁর পরিবার। জয়নগরে নাবালিকা এবং পটাশপুরে এক গৃহবধূও নৃশংস অত্যাচারের শিকার। পরপর এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আর জি করে নির্যাতিতার পরিবার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জুনিয়রদের পাশে সিনিয়ররা, সরকারের ওপর চাপ বাড়াতে এবার অনশনে বসার হুমকি প্রবীণ ডাক্তারদের

আরজি কর আন্দোলনের মধ্যেই দুর্গাপুজোর ভিড় সামলাতে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের

PREV
click me!

Recommended Stories

উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া
কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়