একের পর এক স্কুল ড্রেস পরা শিশুকে নিয়ে হাসপাতালের দিকে দৌড়াচ্ছেন বাবা-মা! ভয়ঙ্কর ঘটনা মালদায়

Published : Jul 12, 2024, 02:56 PM IST
Hospital

সংক্ষিপ্ত

পরের স্কুল ড্রেস পরা শিশুকে নিয়ে হাসপাতালের দিকে দৌড়াচ্ছেন বাবা-মা! ভয়ঙ্কর ঘটনা মালদায়

বেশ কিছুদিন নাগাড়ে বৃষ্টিপাতের জেরে তোলপাড় উত্তরবঙ্গ। এবার তার মধ্যে এল উটকো বিপদ। বজ্রবিদ্যুতের ঠেলায় নাজেহাল জন জীবন। বৃহস্পতিবার দুরু থেকে মুহুর্মুহু বাজের ঝলকানি জেলায় জেলায়। এই বজ্রাঘাতেইআহত হয়েছে ২০ জনেরও বেশি স্কুল পড়ুয়া।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। এদিন দুপুরে ভয়াবহ ঘটনার সাক্ষী থেকে গিয়েছে মুর্শিদাবাদ।

একের পর এক ইউনিফর্ম পড়া পড়ুয়াকে কোলে নিয়ে ডোমকল হাসপাতালের দিকে ছুটে চলেছেন অভিভাবকেরা। প্রথমে কিছু বোঝা না গেলেও। পরে জানা যায়। ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ভিতর একটি গাছ রয়েছে। সেই গাছেই বাজ পড়েছে। তাতেই আহত হয়েছে ২০ জনেরও বেশি ছাত্রছাত্রী। পরে তাদের তড়ঘড়ি হাসপাতালে ভর্তি করেন অভিভাবকেরা। এমন ভয়ঙ্কর ঘটনায় কারও প্রাণ যায়নি দেখে স্বস্তিতে এলাকার বাসিন্দারা।

PREV
click me!

Recommended Stories

Hooghly News: ফর্ম ৭ জমা দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা! চন্দননগরে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ
Samik Bhattacharya: রাজ্যে SIR মমতাকে তোপ শমীকের! করলেন নির্বাচন কমিশনের কাছে বিরাট দাবী