রোগী মৃত্যুতে ফের উত্তপ্ত সাগরদত্ত! নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা

রোগী মৃত্যুতে ফের উত্তপ্ত সাগরদত্ত! নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা

Anulekha Kar | Published : Sep 28, 2024 6:22 AM IST

শনিবার সকালেও জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতি চলছে। এক রোগী মৃত্যুর কারণেই তাণ্ডব শুরু হয়েছিল হাসপাতালে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ। আর তার প্রতিবাদেই ফের কর্ম বিরতিতে নামলেন জুনিয়র চিকিৎসকেরা। ধর্নাও চলেছে হাসপাতাল চত্বরে। বহির্বিভাগ ও আপাতত বিভাগে পরিষেবা বন্ধ রয়েছে। তবে ঠিক কতক্ষণ কর্ম বিরতি চলবে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। শনিবার কলেজ কাউন্সিলের বৈঠক রয়েছে। এই বৈঠকের পরেই কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নেবেন জুনিয়র ডাক্তাররা।

ইতিমধ্যেই টানা ৪২ দিন কর্ম বিরতি চলেছিল জুনিয়র চিকিৎসকেদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সাত দফা দাবি জানিয়েছিলেন তাঁরা। তারপর ইতিবাচক আশ্বাস পাওয়ায় সদ্য কাজে ফিরেছিলেন তাঁরা। আংশিক ভাবে কর্ম বিরতি তুলেছিলেন জুনিয়র চিকিৎসকেরা।

Latest Videos

কিন্তু ফের চিকিৎসকদের উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে আশঙ্কা ্রকাশ করছেন তাঁরা।

শুক্রবার রাতে সাগর দত্ত মেডিক্যালে হামলা হয়। ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ প্রসঙ্গে সাগর দত্তের এক জুনিয়র চিকিৎসক জানান, " শুক্রবার সন্ধ্যায় মহিলা ওয়ার্ডে রোগীর পরিজনেরা প্রবেশ করে ধস্তাধস্তি শুরু করেছিলেন। এই অত্যাচারের প্রতিবাদে আমরা আবার ধর্নায় বসতে বাধ্য হয়েছি। যত ক্ষণ না নিরাপদ কর্মস্থল না পাচ্ছি, তত ক্ষণ আমরা কাজে যোগ দিতে পারছি না।"

জানা গিয়েছে ঘটনাস্থলে পুলিশকর্মী থাকলেও তাঁরা এক প্রকার দর্শকরে ভূমিকাতেই ছিলেন। এক মহিলা চিকিৎসকেদের উপর চড়াও হলে তাঁকে বের করতেও সাহায্য করেননি পুলিশ কর্মীরা। এই ঘটনার কারণেই ফের নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসকেরা।

Share this article
click me!

Latest Videos

বীমার নামে প্রতারণা! লক্ষাধিক টাকার লেনদেন করতে গিয়ে ধরা পড়লো প্রতারক জুটি | Barasat News Today
Firhad Hakim- এর ওএসডি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! কী বললেন Mayor Firhad Hakim | Firhad Hakim
Suvendu Adhikari : 'পুলিশ তো তৃণমূলের ক্যাডার তাহলে কীভাবে থ্রেট কালচার বন্ধ হবে?' বিস্ফোরক শুভেন্দু
ট্রাম না চালানোর সিদ্ধান্ত রাজ্য় সরকারের, প্রতিবাদে জমায়েত শ্যামবাজার ট্রাম ডিপোতে | Kolkata Tram
Amta-য় বন্যা কবলিত মানুষদের পাশে সুকান্ত! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য | Howrah | Amta