রোগী মৃত্যুতে ফের উত্তপ্ত সাগরদত্ত! নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা

Published : Sep 28, 2024, 11:52 AM IST
Junior doctors are discussing whether to invite CM Mamata Banerjee to the meeting at Kalighat bsm

সংক্ষিপ্ত

রোগী মৃত্যুতে ফের উত্তপ্ত সাগরদত্ত! নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা

শনিবার সকালেও জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতি চলছে। এক রোগী মৃত্যুর কারণেই তাণ্ডব শুরু হয়েছিল হাসপাতালে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ। আর তার প্রতিবাদেই ফের কর্ম বিরতিতে নামলেন জুনিয়র চিকিৎসকেরা। ধর্নাও চলেছে হাসপাতাল চত্বরে। বহির্বিভাগ ও আপাতত বিভাগে পরিষেবা বন্ধ রয়েছে। তবে ঠিক কতক্ষণ কর্ম বিরতি চলবে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। শনিবার কলেজ কাউন্সিলের বৈঠক রয়েছে। এই বৈঠকের পরেই কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নেবেন জুনিয়র ডাক্তাররা।

ইতিমধ্যেই টানা ৪২ দিন কর্ম বিরতি চলেছিল জুনিয়র চিকিৎসকেদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সাত দফা দাবি জানিয়েছিলেন তাঁরা। তারপর ইতিবাচক আশ্বাস পাওয়ায় সদ্য কাজে ফিরেছিলেন তাঁরা। আংশিক ভাবে কর্ম বিরতি তুলেছিলেন জুনিয়র চিকিৎসকেরা।

কিন্তু ফের চিকিৎসকদের উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে আশঙ্কা ্রকাশ করছেন তাঁরা।

শুক্রবার রাতে সাগর দত্ত মেডিক্যালে হামলা হয়। ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ প্রসঙ্গে সাগর দত্তের এক জুনিয়র চিকিৎসক জানান, " শুক্রবার সন্ধ্যায় মহিলা ওয়ার্ডে রোগীর পরিজনেরা প্রবেশ করে ধস্তাধস্তি শুরু করেছিলেন। এই অত্যাচারের প্রতিবাদে আমরা আবার ধর্নায় বসতে বাধ্য হয়েছি। যত ক্ষণ না নিরাপদ কর্মস্থল না পাচ্ছি, তত ক্ষণ আমরা কাজে যোগ দিতে পারছি না।"

জানা গিয়েছে ঘটনাস্থলে পুলিশকর্মী থাকলেও তাঁরা এক প্রকার দর্শকরে ভূমিকাতেই ছিলেন। এক মহিলা চিকিৎসকেদের উপর চড়াও হলে তাঁকে বের করতেও সাহায্য করেননি পুলিশ কর্মীরা। এই ঘটনার কারণেই ফের নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসকেরা।

PREV
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৃণমূল পার্টির ক্রিয়েশন', বিস্ফোরক মন্তব্য অধীরের
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া অগ্নিমিত্রার?