প্রতীক্ষার অবসান! প্রায় ৯ বছর পর শুরু নিয়োগ, পুজোর আগে হাসি ফুটল SSC চাকরিপ্রার্থীদের মুখে

দীর্ঘ অপেক্ষার অবসান। নিয়োগের জন্য প্রায় দীর্ঘ ৯ বছর ধরে অপেক্ষা করেছিলেন চাকরিপ্রার্থীরা।

Subhankar Das | Published : Sep 27, 2024 3:40 PM IST

দীর্ঘ অপেক্ষার অবসান। নিয়োগের জন্য প্রায় দীর্ঘ ৯ বছর ধরে অপেক্ষা করেছিলেন চাকরিপ্রার্থীরা।

অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে এবার। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই নিয়োগ জট কিছুটা কেটেছে। আর এবার শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। সম্প্রতি উচ্চ প্রাথমিক স্তরের মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবার প্রকাশিত হল বিজ্ঞপ্তি।

Latest Videos

শুক্রবার, এসএসসি-র তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে কাউন্সিলিং। আদালতের নির্দেশেই হচ্ছে পুরো প্রক্রিয়াটি। প্রায় ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। তবে কাউন্সিলিং হবে ধাপে ধাপে।

কোন দিন, কোন বিষয়ের কতজন প্রার্থীকে কাউন্সিলিং-এর জন্য ডাকা হবে, তা উল্লেখ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। আগামী ৩ এবং ৪ অক্টোবরের পর আবার কাউন্সিলিং হবে পুজোর পর। সেই তারিখগুলি হল ২৪, ২৫, ২৮ ও ২৯ অক্টোবর। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com থেকে ডাউনলোড করা যাবে কাউন্সিলিং-এর ইন্টিমেশন লেটার।

প্রসঙ্গত, গত ২০১৫ সাল থেকে এই নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। একাধিকবার চাকরিপ্রার্থীদের আন্দোলনও করতে দেখা গেছে এই নিয়ে। কিন্তু কিছুতেই যেন সমস্যা মিটছিল না। তবে এবার অপেক্ষার অবসান।

প্রায় ৯ বছর পর এই পরিস্থিতিতে চাকরি পাওয়ার আশা দেখছেন তারা। কলকাতা হাইকোর্ট রায় দেওয়া পর, নিয়োগে আর কোনও বাধা ছিল না। কিন্তু এই মামলা পৌঁছে যায় শীর্ষ আদালতে। ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, আগামী ২১ নভেম্বরের মধ্যেই ১৪,০৫২ জন প্রার্থীকে নিয়োগ করে তাদের চাকরি সুনিশ্চিত করতে হবে। আর কমিশনের ঘোষণা অনুযায়ী, শূন্যপদের সংখ্যা এই মুহূর্তে মোট ১৪,৩৩৯টি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'যদি সত্যিই ডিভিসির উপরে অভিযোগ তাহলে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন?' প্রশ্ন নওশাদের
হুগলির বন্যা মোকাবিলায় এসডিও স্মিতা সান্যাল শুক্লা, নিলেন সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব
'নিশ্চয়ই ঈশ্বরের কাছে কোন পাপ করেছিলাম, সেই পাপের শাস্তি পেলাম' মন্তব্য অনুব্রত মণ্ডলের
Amta-য় বন্যা কবলিত মানুষদের পাশে সুকান্ত! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য | Howrah | Amta
Sukanta Majumdar Live: হাওড়ার আমতায় বন্যায় কবলিত মানুষদের পাশে সুকান্ত মজুমদার, দেখুন সরাসরি