অতিভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে জাতীয় সড়তে ব্যাপক ধস, প্রাণ হাতে নিয়েই চলছে যান চলাচল

Published : Aug 16, 2025, 11:59 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Siliguri News: একটানা অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ধস নেমেছে জাতীয় সড়কে। বেগ পেতে হচ্ছে যান চলাচলে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Siliguri News: একটানা প্রবল বর্ষণে ধস নেমে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলা সিকিম সংযোগকারী গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়ক। ভারী বৃষ্টির জেরে তিস্তায় হু হু করে জল বাড়তে শুরু করেছে। যারফলে শিলিগুড়ি থেকে সিকিম ও উত্তরবঙ্গের বিভিন্ন অংশে যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছে। তিস্তার জলে সড়কের বড় অংশ তলিয়ে গিয়েছে, যার ফলে বন্ধ হয়ে গেছে তিস্তা রোড।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে রাতেই মাইকিং করে এলাকাবাসীদের সতর্ক করা হয়। বিপজ্জনক এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিস্তা নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় আশপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে অবিরাম বৃষ্টির কারণে পাহাড়ি অংশে একাধিক জায়গায় ধস নেমেছে। সড়ক মেরামত ও যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসন ও এনএইচএআই কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে।

উত্তরবঙ্গ ও সিকিমের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনের প্রধান ধমনী ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ ও পর্যটকরা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি হতে পারে, ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার সাদাপোশাকের পুলিশ ফুলবাড়ি সংলগ্ন এলাকা থেকে একটি ট্রাক আটক করে। তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে উদ্ধার হয় মোট ১৮টি গরু।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ট্রাকের চালক জানায়, বিধাননগর এলাকা থেকে গরুগুলি আসামে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে কাগজপত্র দেখাতে বললে চালক কোনও বৈধ নথি দেখাতে পারেননি।

উদ্ধার হওয়া গরুগুলিকে একটি স্থানীয় খামারে পাঠানো হয়েছে। ট্রাকচালক সফিকুল ইসলামকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। আজ তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপ্রিম হস্তক্ষেপে দেশে ফিরেছেন অন্তসত্ত্বা সোনালী, মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বিস্ফোরক মন্তব্য
Today live News: 8th Pay Coommission - অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট