দুর্যোগের ভ্রুকুটি উপেক্ষা করেই অষ্টমীতে জনজোয়ার, শহর থেকে মফস্বল প্যান্ডেলে-প্যান্ডেলে উপচে পড়া ভিড়

Published : Oct 01, 2025, 08:10 AM IST

Durga Puja 2025: দেখতে দেখতে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শেষলগ্নে চলে এসেছি। আজ নবমী। হাওয়া অফিসের তরফে পুজোয় দুর্যোগের পূর্বাভাস দিলেও অষ্টমী পর্যন্ত রৌদ্রঝলমল আবহাওয়া ছিল। ফলে বৃষ্টির ভ্রুকুটি থাকলেও উৎসবের আনন্দে ভাটা পড়েনি।  

PREV
15
অষ্টমীতে উপচে পড়া ভিড়

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আজ নবমী। হাওয়া অফিসের তরফে পুজোয় বৃষ্টির পূর্বাভাস থাকলেও অষ্টমীতে রীতিমতো জনজোয়ারে ভাসল শহর কলকাতা সহ শহরতলি। মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি পুজোর আনন্দে জল ঢালতে পারেনি। মণ্ডপে-মণ্ডপে প্রতিমা দর্শনের জন্য দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 

25
শহরতলির পুজোতেও জনজোয়ার

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানায় এলাকার টেঙ্গুনিয়া গ্রামে মিশ্র বাড়ির দুর্গাপুজো আনুমানিক ৩০০ বছরে কাছাকাছি। এই পুজো ৩০০ বছর ধরে নানা রীতিনীতি মেনে হয়ে আসছে। মিশ্র বাড়িতে এখনও রয়েছে পদ্মপুকুর। পঞ্চমী থেকে শুরু হয়েছে দুর্গাপুজো। মহাঅষ্টমীর সকাল থেকেই প্রাচীন এই পুজোর সাক্ষী হতে বহু মানুষ ভিড় জমান এখানে। 

35
অষ্টধাতুর দুর্গা প্রতিমা

৪০০ বছরের অষ্টধাতু দুর্গা প্রতিমা। সুন্দরবন বিসি গোল মিউজিয়াম ট্রাস্টের পুজো মন্ডপে। দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানা রাধারানীপুর সুন্দরবন বিসি গোল মিউজিয়াম টেস্টের পুজো ২০২৫ সালে চতুর্থ বছরে পদার্পণ করল। পঞ্চমী থেকে মায়ের আরাধনা শুরু হয়ে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী চার দিন ধরে জমজমাট পুজো। মন্ডপ যেহেতু ৪০০ বছরের পুরনো অষ্টধাতু দুর্গা তাই দেখার জন্য অত্যন্ত সুন্দরবনের অঞ্চলের আদিবাসী মানুষ ভিড় জমান সুন্দরবন বিসি গোল মিউজিয়াম ট্রাস্টের পুজো মন্ডপে। নেই কোনও প্যান্ডেলের সেরকম হাতের কাজ। কিন্তু গ্রাম বাংলার মানুষের কাছে প্রিয় এই পুজো মন্ডপ কারণ ৪০০ বছরের পুরনো। 

45
"জয়তারা" উৎসব

দুর্গা পুজোর মহা অষ্টমীর সন্ধিক্ষণে বলিদান হওয়ার পর বীরভূম জেলার দুবরাজপুর শহরে একটি ঐতিহ্যবাহী "জয়তারা" উৎসব অনুষ্ঠিত হয়। এই দিনটার জন্য মুখিয়ে থাকেন দুবরাজপুরের মানুষেরা। কতদিনের পুরোনো এই উৎসব তা বলা বড় কঠিন। তবে অষ্টমীর বলি শেষ হতেই এখানে কিশোর, যুবারা তরোয়াল, বল্লম, দাঁ এমন নানান অস্ত্রশস্ত্র নিয়ে জয়োল্লাস করে শোভাযাত্রা নিয়ে দুবরাজপুর পৌর শহর পরিক্রমা করে। দুবরাজপুরের বিভিন্ন পাড়া থেকে বের হয় এই জয়তারা। দুবরাজপুর শহরে ৫০ টির বেশি দুর্গা পুজো হয়। তাই একাধিক দুর্গা পুজো মণ্ডপ থেকে জয়তারা বের হয়। তারপর এই জয়তারা বিভিন্ন পুজো মণ্ডপে যায়। জয়তারা দেখার জন্য বহু মানুষেরা ভিড় জমান পুজো মন্ডপগুলিতে। 

55
রাজবংশীর ঐতিহ্য পাটানির সাজে দুর্গা প্রতিমা

রাজবংশী ঐতিহ্য হলদিয়া গামছা পরিয়ে এবং বৈরাতি নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এরপর প্যান্ডেলের ফিতা কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে পুজো প্যান্ডেলের উদ্বোধন করা হয়। পাশাপাশি এদিন ক্লাবের পক্ষ থেকে দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবোল ঘোষ, পানবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ পলাশ বিশ্বাস সহ প্রমুখরা। জানা গিয়েছে, পানবাড়ি অফিসপাড়া রামকৃষ্ণ ক্লাব ও পাঠাগারের সার্বজনীন দুর্গা পূজা কমিটির এবারের পূজা ২৬ তম বর্ষে। ক্লাবের সদস্যরা জানিয়েছেন এবারের পূজোতে রাজবংশীর ঐতিহ্য পাটানির সাজে প্রতিমা তৈরি করা হয়েছে এবং দর্শনার্থীদের মন জয় করবে বলেই আশাবাদী উদ্যোক্তারা

Read more Photos on
click me!

Recommended Stories