নিউ ইয়ারের আগেই ফের হতে পারে মোদী-মমতা সাক্ষাৎ, কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নিয়ে আলোচনার সম্ভাবনা

জাতীয় গঙ্গা পরিষদের সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

একাধিক বৈঠকে প্রধানমন্ত্রীর ডাক উপেক্ষা করলেও ২০২২ সালে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও নতুন বছর আসার আগেই চলতি ডিসেম্বর মাসে মুখোমুখি হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন সাক্ষাৎটি হতে পারে কলকাতা শহরেই।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর ‘ন্যাশনাল গঙ্গা কাউন্সিল’ বা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক আয়োজিত হতে চলেছে কলকাতায়। নিজের কাজের সূচি অপরিবর্তিত থাকলে ওই দিনেই শহরে আসতে পারেন নরেন্দ্র মোদী। জাতীয় গঙ্গা পরিষদের সভাপতি পদে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। পরিষদের সদস্য হয়ে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ওই বৈঠকে থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এই বৈঠক উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে বলে সূত্রের খবর।

Latest Videos

প্রশাসনিক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বন্ধ হয়ে যাওয়া টাকা উদ্ধার করার জন্য নয়াদিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে একশো দিনের কাজের প্রকল্প ছাড়া বাকি প্রায় সব প্রকল্পের বরাদ্দ অর্থের অনুমোদন দিয়েছে কেন্দ্র। জি২০ সম্মেলনের প্রস্তুতির ব্যাপারে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকেও উপস্থিত ছিলেন মমতা। তবে ওই বৈঠকের শেষে তাঁদের মধ্যে আলাদা করে কোনও বৈঠক হয়নি।

পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে হওয়া বৈঠকেও রাজ্যের বকেয়ার প্রসঙ্গটি তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পরে তাঁর সঙ্গে মমতার একান্ত বৈঠক হয়েছিল নবান্নে। প্রধানমন্ত্রীর আসন্ন সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আবার কথা হতে পারে মনে করছেন প্রশাসনিক কর্তারা।

কেন্দ্রের প্রায় ১০টি মন্ত্রক গঙ্গা পরিষদে সদস্য। রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার ও ঝাড়খণ্ড। ওই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকতে পারেন এই বৈঠকে। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের ওই বৈঠক হওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন। এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে কয়েকটি ভাগে ৩০ তারিখে প্রায় গোটা দিন ধরেই বিভিন্ন কর্মসূচি চলার কথা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা যেমন হবে, তেমনই হতে পারে গঙ্গাবক্ষে ক্রুজ় ভ্রমণও। ২০১৯-এর ডিসেম্বরে কানপুরে আয়োজিত হয়েছিল গঙ্গা পরিষদের বৈঠক। সেই বছরে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড ওই বৈঠকে অনুপস্থিত ছিল।


আরও পড়ুন-
নেই পদ্ম, নেই জোড়াফুল, কাশীনাথপুর সমবায় নির্বাচনে একচেটিয়া জয় হল বামেদের
ডিসেম্বরের শহরে ভ্রমণকারীদের জন্য সুখবর, যাতায়াতে সুবিধা আনতে বাসের সংখ্যা বাড়াচ্ছে রাজ্য পরিবহণ দফতর
 

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata