ফের খবর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। এবার তাদের ছুটি নিয়ে বড় পদক্ষেপ নিল সরকার।
শোনা যাচ্ছে, এপ্রিলে সপ্তাহে সাত দিন যেতে হবে অফিসে- এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
প্রতি বছর রাম নবমীর দিন শহর কলকাতা তো বটেই রাজ্যের বিভিন্ন প্রান্তেই একাধিক সংগঠনের তরফে শোভা যাত্রা বের করা হয়।
এবার ভোটের তাপে তপ্ত বঙ্গে যেন রাম নবমী নিয়ে চর্চার ঝাঁঝ আরও বেশি। ওই দিন বড় অংশের মানুষ রাস্তায় নামবে বলে মনে করছে পুলিশ।
এই ভিড় সামাল দিতে ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সকল পুলিশ কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
একান্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া কোনও কর্মীই ছুটি পাবেন না বলে খবর।
রাজ্যের আইজিপি, সিপি, ডিআইজি, জেলার পুলিশ সুপার, আরপি এবং বিশেষ আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে।
এই রাজ্যের পুলিশ প্রশাসন যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ প্রস্তুত থাকে, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
চলতি মাসে ২ থেকে ৯ এপ্রিল টানা আট দিন অফিস করতে হবে কর্মীদের।
রাজ্য সরকারি কর্মীদের ছুটি নিয়ে বড় পদক্ষেপ নিল সরকার।
Sayanita Chakraborty