
Hooghly Crime News: প্যারোলে ছাড়া পেয়ে গা ঢাকা দিয়েছিলেন, খুনের অভিযোগে যাবজ্জীবন সাজা প্রাপ্ত অভিযুক্ত।সিআইডির হাতে গ্রেফতার হন। সেই মানিকলালের হুগলি জেলে অস্বাভাবিক মৃত্যু! হুগলি চন্ডীতলা কাপাসারিয়া দক্ষিণপাড়ার বাসিন্দা শেখ মানিক লাল (৪৫)। প্রতিবেশী শেখ কবির(৪৫)কে খুনের অভিযোগে গ্রেফতার হন ১৫ অগাস্ট ২০১৬ সালে। ১৯ জুলাই ২০১৯ সালে তাকে যাবজ্জীবন সাজা দেয় শ্রীরামপুর আদালত। ২১ জুন ২০২৪ সালে হুগলি জেল থেকে ২০ দিনের জন্য প্যারোলে বেরিয়েছিলেন। ১২ জুলাই তার সংশোধনাগারে ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি।
১৩ জুলাই হুগলি জেল সুপার এর কাছ থেকে ইমেলের মাধ্যমে অভিযোগ পায় চন্ডীতলা থানা। পুলিশ সেখ মানিকলালের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে। ১৪ জানুয়ারী ২০২৫ সালে কলকাতা হাইকোর্ট সিআইডিকে এই বিষয়ে যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান। সিআইডি সেই মামলা গ্রহণ করে। এবং লালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এরপর সিআইডি-র হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শেখ মানিক লাল আবার গ্রেফতার হয়।
তারপর থেকে হুগলি জেলেই বন্দী ছিলেন। শুক্রবার তাকে জেলের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। কারারক্ষীরা তাকে উদ্ধার করে। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়। খবর পেয়ে শেখ মানিক লালের পরিবারের আত্মীয় পরিজন জেলে আসেন। তারা জানান জেল থেকে তাদের খবর দেওয়া হয় মানিক আত্মহত্যা করেছেন।
অন্যদিকে, কল্যাণীতে উদ্ধার দুই শতাধিক ভোটার কার্ড। রহস্যে ঘেরা ঘটনার তদন্তে পুলিশ। নদীয়ার কল্যাণী থানার মাঝেরচর ৭ নম্বর ওয়ার্ড এলাকায় উদ্ধার প্রায় আড়াই শতাধিক ভোটার কার্ড। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এক ভবঘুরের কাছ থেকে সন্দেহজনক একটি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগটি খুলতেই দেখা যায়, ভেতরে রয়েছে বিপুল সংখ্যক ভোটার কার্ড।
মোট প্রায় ২৫০টি ভোটার কার্ড উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া কার্ডগুলির বেশিরভাগই কল্যানী ও আশপাশের বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের নামে। পুলিশ ব্যাগ সহ সমস্ত কার্ড থানায় নিয়ে গিয়ে পরীক্ষা শুরু করেছে। কার্ডগুলির উৎস ও এত সংখ্যক কার্ড একত্রে কার কাছে, কী উদ্দেশ্যে এল—তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।