অভিষেকের হেলিকপ্টারের পর নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি, বাগযুদ্ধে জড়ালেন বিজেপির প্রার্থী

মঙ্গলবার কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রীর নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি চালান হয়। দিনহাটায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ।

 

Saborni Mitra | Published : Apr 16, 2024 2:06 PM IST / Updated: Apr 16 2024, 07:54 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের পর এবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি চালাল পুলিশ। সূত্রের খবর পুলিশের সঙ্গে ছিল নির্বাচন কমিশনের আধিকারিকরা। তবে তল্লাশির আগে নিশীথ প্রামাণিকের দেহরক্ষীদের সঙ্গে নিরাপত্তা আধিকারিকদের বচসাও বাধে। এভাবে কোনও কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে তল্লাশি চালান যায় কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন।

মঙ্গলবার কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রীর নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি চালান হয়। দিনহাটায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। নির্বাচনের মরশুম চলছে। সেই কারণে রাজ্যের পুলিশ বাহিনী নির্বাচন কমিশনের অধীনে। তাই পুলিশের সঙ্গে ছিল কমিশনের কর্তারাও। ঘটনাস্থলে ছিলেন এসডিও, এসডিপিও। সূত্রের খবর প্রথম নিশীথ প্রামাণিক তাঁর গাড়িতে তল্লাশিতে বাধা দেয়। তারপর অবশ্য গোটা প্রক্রিয়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

প্রার্থী না হয়েও ভোট ময়দানে নিশীথের প্রতিপক্ষ উদয়ন, কোচবিহারে জোর টক্কর তৃণমূল-বিজেপির

সূত্রের সময় কমিশনের আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর নিরাপত্তা রক্ষীরা। কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্ন ছিল তল্লাশির ধরন নিয়ে। সূত্রের খবর তল্লাশির পরেও কিছু পাওয়া যায়নি। তবে তল্লাশির কারণে প্রচার সভায় যেতে দেরি হয়ে যায় কেন্দ্রীয় মন্ত্রীর। যা নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেন।

Ram Navami: রাম নবমী নিয়ে মোদী-মমতা দ্বৈরথ, ভোট প্রচারে বড় জায়গা নিল ধর্মীয় দিন

 

এর আগে রাজ্যে তৃণমূল কংগ্রেস নেতা অভিযোগ বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। বেহালা ফ্লাইং ক্লাবে গিয়ে তল্লাশি চালায়। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। মমতা দাবি করেছিলেন খালি হাতেই ফিরতে হয়েছিল আয়কর দফতরের কর্তাদের। বিরোধীদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করার অভিযোগেও সরব হন মমতা-অভিষেক। একাধিক প্রচার সভায় বিষয়টি উত্থান করে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন তৃণমূল নেতারা। 

Read more Articles on
Share this article
click me!