Arabul Islam: ভাঙরে জারি ১৪৪ ধারা, দলীয় কর্মীর শেষকৃত্যে যেতে বাধা সওকত মোল্লা, আরাবুল ইসলামদের

নিহত বুথ সভাপতির শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য দক্ষিণ ২৪ পরগনার কাঠালিয়াতে যাচ্ছিলেন সওকত মোল্লা, আরাবুল ইসলামরা। কিন্তু ১৪৪ ধারা জারি থাকায় মাঝপথেই তাঁদের বাধা দেয় পুলিশ।

ভোট হিংসায় জখম হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল কর্মী। শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। নিহত বুথ সভাপতির শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য দক্ষিণ ২৪ পরগনার কাঠালিয়াতে যাচ্ছিলেন সওকত মোল্লা, আরাবুল ইসলামরা। কিন্তু ১৪৪ ধারা জারি থাকায় মাঝপথেই তাঁদের বাধা দেয় পুলিশ। ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে পড়েন সওকত মোল্লা, আরাবুল ইসলামরা। গোটা ঘটনা প্রসঙ্গে সওকত মোল্লা জানিয়েছেন,'আমাদের বুথ সভাপতিকে মারধর করেছিল আইএসএফ-এর সমাজবিরোধীরা। আজ সকালে তিনি মারা যান। আমরা তাঁর শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছি। কিন্তু পুলিশ বলছে ১৪৪ ধারা জারি থাকায় যেতে দেওয়া হবে না। আমরা তাঁর শেষকৃত্যে অংশে নেব, পুলিশ যেতে দিচ্ছে না। তাই আম্রা এখানে বসে পড়েছি। মৃতের পরিবারের লোকেরা বলছে আমরা না গেলে শেষকৃত্য করবে না। তাঁদের বুঝিয়ে পাঠানো হয়েছে। দেখা যাক প্রশাসন কী করে।'

প্রসঙ্গত সেই মনোনয়ন পর্ব থেকেই উত্তপ্ত ভাঙড়। দফায় দফায় সামনে এসেছে অশান্তির ঘটনা। মনোনয়ন পর্বে ঢুকে নির্দল প্রার্থীকে খুনের অভিযোগ উঠেছিল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। সূত্রের খবর উত্তর ২৪ পরগণার ভাঙরের নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। তারপরই কুপিয়ে খুন করা হয় ওই প্রার্থীকে। পাশাপাশি তাঁর আত্মীয়দেরও মারধর করা হয় বলে অভিযোগ। তবে এখানেই শেষ নয়, সেইদিনই রঘুনাথপুর গ্রামের আইএসএফ প্রার্থী ভারতী মণ্ডল ও তাঁর বাড়ির লোককে মারধর করা হয় বলে অভিযোগ। রাতভর এলাকাজুড়ে চলে বোমাবাজির ঘটনা।

Latest Videos

ভাঙরের ঘটনা প্রসঙ্গে ক্যানিক পূর্বের তৃণমূল বিধায়ক বললেন,'আমাদের ঝান্ডা তুলে ফেলে দিচ্ছে, আমাদের প্রার্থীদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে, তবুও আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে একটা আস্থা রেখে প্রতিবাদে নামছি না।' পাশাপাশি তিনি এও বলেন,'পুলিশের সঙ্গে কথা বলব, যে সকল সমাজ বিরোধীরা এই কাজ করছে তাদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হোক।'

Share this article
click me!

Latest Videos

'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results