কয়েক দিনেই হুহু করে দাম বাড়ছে আলুর দাম। ইতিমধ্যেই কলকাতা সহ জেলার কয়েকটি বাজারে নিত্য প্রয়োজনীয় আলুর দাম ৪০ টাকা ছাড়িয়েছে।
210
উধাও চন্দ্রমুখী আলু
ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে কলকাতা সহ জেলার বাজার থেকে উধাও হয়ে গেছে চন্দ্রমুখী আলু। যাওবা পাওয়া যাচ্ছে তার দাম ১০০ টাকা কিলো ছা়ড়িয়েছে। কিন্তু অনেক জায়গায় দাম দিয়েও আলু পাওয়া যাচ্ছে না।
310
বাজারে আলুর আকাল
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলার বাজারে আলুর আকাল দেখা দিয়েছে। সোমবার থেকেই আলুর যোগান নেই। রাতের দিক থেকে বাজারে টান পড়ছে আলুর।
410
ব্যবসায়ীদের কর্মবিরতি
ভিন রাজ্যে আলু রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। তারই প্রতিবাদে ব্যবসায়ীরা কর্মবিরতির ডাক দিয়েছে।
510
দাম আরও বাড়তে পারে
বাজারগুলিতে আলুর যোগান প্রায় শূন্য। এই অবস্থায় খুচরো বিক্রেতারা আলুর দাম আরও বাড়িয়ে বিক্রি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তাই ব্যবসায়ীদের কর্মবিরতি বন্ধ না হলে দাম কতটা বাড়তে পারে তাই নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
610
আলুর দাম নিয়ে বৈঠকে মমতা
সূত্রের খবর মঙ্গলবার আলুর দাম নিয়ে মমমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি বলেছেন, 'আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে তিনি কঠিন পদক্ষেপ করবেন।' সাধারণ মানুষের ওপর চাপ বাড়ুক এটা চায় না সরকার।
710
বিধায়কের সঙ্গে কথা
মমতা বন্দ্যোপাধ্যায় আলুর দাম নিয়ে তারকেশ্বের বিধায়ক রামেন্দু সিংহের সঙ্গে কথা বলেছেন।
810
ব্যবসায়ীদের অভিযোগ
ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে আলুর দাম কমাতে গিয়ে কোনও রকম লিখিত নির্দেশ ছাড়াই আলু বোঝাই ট্রাক রাজ্যের বিভিন্ন সীমান্তে আটকে রাখা হয়েছে। তারই প্রতিবাদে কর্মবিরতি চলছে। তাদের দাবি না মানলে কর্মবিরতি চলবে।
910
ব্যবসায়ীদের বৈঠক
মঙ্গলবার খুচরো ব্যবসায়ীরাও বাঁকুড়ার জয়পুরে বৈঠক করেছেন। তাদের দাবি আড়তে আলু নেই। মহাজান জানিয়ে দিয়েছে হিমঘর থেকেও আলু আসছে না। তাই তাদের দাম বাড়িয়েই বিক্রি চালু রাখতে হচ্ছে।
1010
মাথায় হাত ক্রেতাদের
বাজারে নিত্য প্রয়োজনীয় সব জিনিসেরই দাম বাড়ছে। মাছ মাংস থেকে শাকসবজি সব কিছুরই দাম আকাশ ছোঁয়া। সেই সঙ্গে পাল্লা দিয়ে এবার দাম বাড়ছে আলুরও।