SSC Scam: কলা, ক্যাপসিকাম, টম্যাটো বেচেই নাকি ২৬ কোটি টাকা আয়! প্রসন্ন রায়ের দাবি শুনেই চোখ কপালে ইডির

Published : Jun 21, 2024, 11:23 AM IST
Prasanna Roy

সংক্ষিপ্ত

কলা, ক্যাপসিকাম টমেটো বেচেই নাকি ২৬ কোটি টাকা আয়! প্রসন্ন রায়ের দাবি শুনে চোখ কপালে ইডির

এসএসসি মামলায় গ্রেফতার করা হয়েছে প্রসন্ন রায়কে। কীভাবে তিনি ২৬ কোটি টাকার মালিক হলেন তা নিয়ে একটি চার্জশিট জমা দিয়েছেন ইডি। সেই চার্জশিটে লেখা রয়েছে কলা, ক্যাপসিকাম, আখ থেকে শুরু করে টোম্যাটো চাষ করেই নাকি এত টাকার মালিক হয়েছেন প্রসন্ন।

ইডি জানিয়েছে টাকার প্রসঙ্গ উঠতেই এই সব সবজি বেচেই নাকি ২৬ কোটি টাকা আয় করেছে বলে জানিয়েছে প্রসন্ন। তবে কোনও ভাবেই প্রসন্নের এই দাবি মানতে নারাজ ইডি।

কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছেন, যে সমস্ত জমির কথা বলা হয়েছে, সেখানে আদৌ কোনও চাষ করা হয়নি। এসএসসি দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত প্রসন্ন। প্রসন্নের নামে মোট ৯১টি সংস্থা রয়েছে। প্রতিটি সংস্থার অধিনে রয়েছে বেশ কিছু জমি। প্রসন্ন জানিয়েছেন এই জমিতেই চাষ করে অর্থ উপার্জন করেছেন তিনি।

তদন্তে নেমে প্রসন্নর অ্যাকাউন্ট থেকে প্রায় ২৬ কোটি এক লক্ষ ৮৯ হাজার ৬৭২ টাকা পায় ইডি। কিন্তু এই টাকা চাষবাস করেই আয় করা হয়েছে বলে দাবি এসএসসি মামলার 'মিডলম্যান' হিসাবে অভিযুক্ত প্রসন্নের।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?