Primary TET Recruitment : শেষের পর্যায় ইন্টারভিউ পর্ব, খুব তাড়াতারি হতে চলেছে ১১ হাজার শূন্যপদে নিয়োগ

পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই দেওয়া হবে নিয়োগের নোটিশও। কবে আসতে চলেছে নিয়োগের বিজ্ঞপ্তি?

Web Desk - ANB | Published : Jul 24, 2023 11:40 AM IST

খুব শীঘ্রই শুরু হচ্ছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ। প্রায় শেষের পর্যায় ইন্টারভিউ প্রক্রিয়া। গত বছরের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল ইন্টারভিউ প্রক্রিয়া। ২৪ জুলাই ২০২৩ তারিখে হল ১৯ তম পর্যায়ের ইন্টারভিউ। পর্ষদ সূত্রের খবর, ১৯ তম পর্যায়ের পরে আর কোনও প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া বাকি থাকবে না। অর্থাৎ এই পর্যায়ের সঙ্গেই শেষ হচ্ছে। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই দেওয়া হবে নিয়োগের নোটিশও। কবে আসতে চলেছে নিয়োগের বিজ্ঞপ্তি? এটাই এখন দেখার। 

পর্ষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হচ্ছে। কবে ফলাফল প্রকাশ হবে সে বিষয় এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে জানা পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করা যায় না সেবিষয়ে আগেই আলোচনা করা হয়েছে। তবে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ না হওয়ায় প্যানেল প্রকাশ করা জায়নি বলেও জানিয়েছে পর্ষদ। কবে প্যানেল প্রকাশ করা হবে সেই বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের রায়ের বিরোধীতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষকদের একাংশ। এবার সেই মামলায় এই নির্দেশ দিল শীর্ষ আদালত। তবে এই মামলার শুনানি নতুন করে হাইকোর্টে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

নিয়োগ দুর্নীতি মামলায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই ৩২ হাজার শিক্ষককে অপ্রশিক্ষিত বলে উল্লেখ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে আদালতের রায় অনুযায়ী আগামী ৩ মাস এই শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। প্যারা টিচার হিসেবে বেতন। এই তিন মাসের মধ্যে রাজ্যকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে যাঁদের চাকরি গিয়েছে তাঁরাও ইতিমধ্যে যদি প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন বলেও জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Share this article
click me!